একেবারে ভিন্নস্বাদের একটি ট্যাবলেট আনছে ভিউসনিক। ভিউপ্যাড ১০ প্রো নামের ১০ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেটে ইচ্ছে করলে এন্ড্রয়েড ২.২ অথবা উইন্ডোজ ৭ প্রফেশনাল থেকে বুট করে কাজ করা যাবে। এছাড়া এটা ইন্টেলের ওক ট্রেইল প্লাটফর্ম ব্যবহার করা প্রথম ট্যাবলেট। ১০২৪-৬০০ রেজ্যুলুশনের এলইডি ব্যাকলাইট ক্যাপাসিটিভ মাল্টিটাচ স্ক্রিন, বিল্টইন থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ সহ এই ট্যাবলেটের ব্যাটারী কাজ করবে ৬ ঘন্টা।
এখনও এর দাম জানানো হয়নি।
গত কনজুমার ইলেকট্রনিক্স শোতে বাজারে আনা তাদের ভিউপ্যাড ১০ এস মডেলের একটি আপগ্রেড ভার্শন ছাড়া হচ্ছে। থ্রিজি সহ এই ট্যাবলেটের নাম ভিউপ্যাড ১০ এস থ্রিজি।
একইসাথে একটি ডুয়াল-সিম স্মার্টফোনের কথাও জানানো হয়েছে। ভি৩৫০ নামের এই সেটে ৩.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচপ্যানেল, এন্ড্রয়েড ২.২, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লট ওয়াইফাই, ব্লুটুথ ২.১, এ-জিপিএস ইত্যাদি রয়েছে।
No comments:
Post a Comment