প্রথমবারের মত এপলের আইফোনের মত স্মার্টফোনের বিক্রি কম্পিউটারের বিক্রিকে ছাড়িয়ে গেছে। গবেষনা সংস্থা আইডিসি এই রিপোর্ট প্রকাশ করেছে।
নির্মাতারা গত বছরের শেষ ৩ মাসে স্মার্টফোন বিক্রি করেছেন ১০ কোটির বেশি। আগের বছরের তুলনায় এই পরিমান ৮৭ ভাগ বেশি। সেতুলনায় কম্পিউটারের বিক্রি কমেছে। শতকরা ৩ ভাগ কমে এই পরিমান দাড়িয়েছে ৯ কোটি ২১ লক্ষে।
আইডিজি অবশ্য বলছে দুটি বিষয়কে এক করে দেখা ঠিক হবে না। স্মার্টফোন এবং কম্পিউটারের ব্যবহার আলাদা। কারো কারো দুটিই প্রয়োজন হয়। তবে কম্পিউটারের বিক্রি আইপ্যাডের মত ট্যাবলেটের কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে এটা স্বিকার করতেই হয়।
স্মার্টফোনের দাম কমায় এর বিক্রি বেড়েছে। ১০০ ডলারের মধ্যে নামকরা কোম্পানীর সেট কেনা যায়। গুগলের এন্ড্রয়েড সফটঅয়্যারের ভুমিকাও সেট বিক্রিতে ভুমিকা রাখছে।
এছাড়া মানুষের মধ্যে আগের সেটের বদলে নতুন সেট ব্যবহারের প্রবনতাও রয়েছে। ব্যবহারকারী সাধারনত কম্পিউটার বদল করার জন্য ৩ থেমে ৫ বছর অপেক্ষা করে, অন্যদিকে মোবাইল সেটের ক্ষেত্রে ২ বছরের কন্ট্রাক্ট থাকলেও এই সময়ের আগেই অনেকে সেট বদল করেন।
No comments:
Post a Comment