গুজব থেকে আনুষ্ঠানিক ঘোষনায় পৌছেছে স্যামসাং এর নতুন মোবাইল হ্যান্ডসেট। একে আই৯০০৩ বলতে পারেন অথবা গ্যালাক্সি এসএল বলতে পারেন, এতে রয়েছে সুপার ক্লিয়ার ৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। আর শুধু ডিসপ্লেতেই পরিবর্তন থেমে নেই, ভেতরেও রয়েছে।
এতে ইনষ্টল করা অবস্থায় রয়েছে এন্ড্রয়েড ফ্রোয়ো ২.২। এছাড়া আই৯০০০ এর হামিংবার্ডের পরিবর্তে ১ গিগাহার্টজ টিআই প্রসেসর। ইন্টারনাল মেমোরী ১৬ গিগাবাইট। এর কোন ৮ গিগাবাইট ভার্শন থাকবে না।
আই৯০০০ থেকে এটা কিছুটা লম্বা এবং পুরুত্ব কিছুটা বেশি। সেইসাথে ব্যাটারীর আকারও বড়। এতে ২জি মোডে ১৫ ঘন্টা, থ্রিজি মোডে ৭.৫ ঘন্টা টক টাইম এবং ৬১০ ঘন্টার ষ্ট্যান্ডবাই পাওয়া যাবে।
আপাতত এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সাইটে এটা দেখানো হয়েছে। এ সম্পর্কে কোন বক্তব্য দেয়া হয়নি।
তবে একে গ্যালাক্সি এস এর পরবর্তী মডেল বলে ভুল করবেন না। তার ঘোষনা দেয়ার কথা ১৩ ফেব্রুয়ারী তারিখে।
No comments:
Post a Comment