ইমেজ ম্যানেজমেন্ট, অপটিমাইজেশন, এডিটিং, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এসব কাজ যদি এক সফটঅয়্যার দিয়ে করতে চান তাহলে আসাম্পু ফটো কমান্ডার হতে পারে আপনার সমাধান। এর সবশেষ ভার্শন ৯ রিলিজ দেয়া হয়েছে। উইন্ডোজ এক্সপি, ভিসতা কিংবা ৭ সব ভার্শনে চলবে এই সফটঅয়্যার।
প্রথমত এর ব্যবহার খুবই সহজ। কুইক ফিক্স ব্যবহার করে খুব সহজে ছবির সমস্যা দুর করতে পারেন। একবার ক্লিক করেই রেড আই রিমোভ করা যাবে। আনশার্প মাস্ক, মিনিয়েচার ইফেক্ট, ব্লার ইফেক্ট ইত্যাদির সাথে টেক্সট ব্যবহারের সুযোগ, কোলাজ কিংবা স্লাইড শো তৈরী, এইচটিএমএল এলবাম তৈরী সবকিছুই রয়েছে এতে।
এর দাম ৫০ ডলার। উল্লেখ করা যেতে পারে আসাম্পুর রয়েছে ১৩ লক্ষের বেশি রেজিষ্টার্ড গ্রাহক রয়েছে, তাদের সফটঅয়্যার ইনষ্টল করা হয়েছে প্রায় ১৩ কোটি। এই তথ্য একে অন্যতম ইন্টারনেট ভিত্তিক সফটঅয়্যার কোম্পানী হিসেবেই পরিচিত করে।
No comments:
Post a Comment