গুগল তাদের ব্রাউজার ক্রোম এর নুতন ভার্শন ১০ (১০.০.৬৪৮.৮২) এর বেটা রিলিজ দিয়েছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে জাভাস্ক্রিপ্টে আগের থেকে ভাল পারফরমেন্স। গুগলের কথা অনুযায়ী ভি৮ ইঞ্জিন ৬৬ ভাগ দ্রুততার সাথে কাজ করবে। এছাড়া এতে ভিডিওর জন্য জিপিইউ এক্সিলারেশন রয়েছে। ফলে যারা ফুলস্ক্রিন ভিডিও দেখতে আগ্রহি তারা প্রসেসরের ওপর থেকে ৮০ ভাগ পর্যন্ত চাপ কমাতে পারেন।
অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে; ব্রাউজারের সেটিং পেজ ওপেন হবে পৃথক উইন্ডোর বদলে একটি ট্যাবে। সিংকিং এর সাথে যোগ করা হয়েছে সেভ করা পাশওয়ার্ড, বুকমার্ক, প্রিফারেন্স, থিম, এক্সটেনশন ইত্যাদি। সিংক পাশওয়ার্ডকে পৃথকভাবে এনক্রিপ্ট করা যাবে।
ক্রোম ১০ ডাউনলোড করা যাবে এখান থেকে
No comments:
Post a Comment