আর্কোস কমদামের ট্যাবলেট তৈরীর জন্য এরই মধ্যে পরিচিতি লাভ করেছে। তারা দামকে আরো কমিয়ে একেবারে অবিশ্বাস্য পর্যায়ে এনেছে তাদের অর্নোভা ৮ এবং ১০ এর মাধ্যমে। দাম যথাক্রমে ১৫০ ডলার এবং ২০০ ডলার।
অর্নোভা ৮ এ রয়েছে ৬০০ মেগাহার্টজ রকচিপ প্রসেসর, রেজিষ্টিভ টাচস্ক্রিন, ৮ ইঞ্চি ডিসপ্লে, ৪ গিগাবাইট ষ্টোরেজ, এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম। এপ্রিলেই আসবে ১ গিগাহার্টজ আরম কোর্টেক্স এ৮ প্রসেসর দিয়ে তৈরী একই ডিভাইস।
১০.১ ইঞ্চি ডিসপ্লের অর্নোভা ১০ এ রয়েছে একই প্রসেসর, সাথে ৮ গিগাবাইট ষ্টোরেজ।
No comments:
Post a Comment