ক্যালকম পরবর্তী প্রজন্মের কোয়াড কোর প্রসেসর তৈরী করেছে। ২৮ ন্যানোমিটারের এই চীপে প্রতি কোরের জন্য ২.৫ গিগাহার্টজ পর্যন্ত স্পিড পাওয়া যাবে। ক্রাট কোডনেমের এই চীপ ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম, ষ্টেরিওস্কোপিক থ্রিডি ভিডিও/ইমেজ, ৪জি নেটওয়ার্ক (এলটিই) ইত্যাদি কাজ করবে। সেইসাথে বর্তমানের আরম ভিত্তিক প্রসেসর থেকে ৬৫ ভাগ কম শক্তি খরচ করবে এবং ১৫০ ভাগ পারফরমেন্স পাওয়া যাবে।
এরসাথে আদ্রিনো ৩২০ গ্রাফিক্স প্রসেসর থাকবে চারটি থ্রিডি কোর ব্যবহার করতে সক্ষম। এবছর মাঝামাঝি সময়ে কোয়াড কোর এপিকিউ৮০৬৩ এর নমুনা দেখানো হবে। আর এই চীপ ব্যবহার করা ডিভাইস (ট্যাবলেট) বাজারে আসবে ২০১২ এর প্রথমদিকে।
No comments:
Post a Comment