ধর্মের সাথে মহাকাবিজ্ঞানের বিরোধ পুরনো। দুরবীন তৈরীর পর গ্যালীলিও বলেছিলেন সুর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আর এজন্য শাস্তি পেতে হয়েছিল তাকে। ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল একই অপরাধে। সেই ইতালিতেই ভ্যাটিকান হাত মেলাচ্ছে মহাকাশ বিজ্ঞানের দিকে। ইতালিয়ান স্পেস এজেন্সির সাথে যৌথভাবে একটি ওয়েবসাইট পরিচালনা করছে তারা।
মহাকাশবিজ্ঞান থেকে ধর্ম, মহাকাশ অভিযান থেকে দর্শন এবং শিল্পকলা সবকিছুই স্থান পেয়েছে এই সাইটে।
No comments:
Post a Comment