চীনের প্রধান সার্চ ইঞ্জি বাইডুর লাভ বছরের শেষ ৩ মাসে বেড়েছে ৩ গুন। ওয়াল ষ্ট্রিটের ধারনা থেকে এটা অনেক বেশি।
আমেরিকায় যেমন গুগলের একচ্ছত্র আধিপত্য তেমনি চীনে কর্তৃত্ব করছে বাইডু। এনালাইসিস ইন্টারনাশনালের হিসেবে চীনের সার্চে ৭৩ ভাগ করা হয় বাইডু থেকে। গুগল ব্যবহার হয় ২২ ভাগ।
বেইজিং ভিত্তিক এই কোম্পানীর লাভ ১১৬ কোটি ইউয়ান (প্রায় ১৮ কোটি ডলার)। এই সময়ে তাদের আয় ১২৬ কোটি ইউয়ান থেকে দ্বিগুন হয়ে ২৪৫ কোটি ইউয়ানে পৌছেছে।
কোম্পানী জানিয়েছে তারা ই-কমার্স, সোস্যাল নেটওয়াকিং ইত্যাদি নিয়েও আগামীতে কাজ করবে।
No comments:
Post a Comment