ক্যানন তাদের জনপ্রিয় ডিজিটাল রেবেল এসএলআর ক্যামেরার নতুন মডেল এর ঘোষনা দিয়েছে। ডিজিটাল রেবেল টি৩আই (অন্যনাম ৬০০ডি) এর প্রধান বৈশিষ্টগুলির মধ্যে রয়েছে ভেরিয়েবল এঙ্গেল ডিসপ্লে, ১৮ মেগাপিক্সেল সেন্সর, ইন্টিগ্রেটেড স্ডিলাইট ট্রান্সমিটার এবং ক্রিয়েটিভ ফিল্টার। এগুলি তাদের তাদের আরো উন্নতমানের ক্যামেরা ৬০ডি থেকে নেয়া।
অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে টি২আই এর তুলনায় নতুন লেন্স (১৮-৫৫মিমি), আরো জেপেগ অপশন। আকারে কিছুটা বড় হলেও ওজনে কম। অন্যদিকে পরবর্তী লেভেল ক্যামেরা ৬০ডি এর সাথে পার্থক্য একেবারেই সামান্য। কন্টিনিউয়াস শ্যুটিং এর ক্ষেত্রে সেকেন্ডে ৫.৩ ফ্রেম এর তুলনায় ৩.৭ ফ্রেম, সাটার স্পিড ১/৮০০০ এর তুলনায় ১/৪০০০ এবং আইএসও ২৫৬০০ এর তুলনায় ১২৮০০।
ক্যামেরাটি মার্চের শুরুতে বাজারে পাওয়া যাবে। লেন্স ছাড়া দাম ৮০০ ডলার এবং ১৮-৫৫মিমি আইএস ২ লেন্স সহ দাম ১১০০ ডলার।
No comments:
Post a Comment