এপলের আইপ্যাড যদি পছন্দ না হয়, এমন ট্যাবলেট চান যা আরো শক্তিশালি, বর্তমানের অপারেটিং সিষ্টেম ব্যবহার করতে পারে তাহলে আপনার জন্য আসুসের ই-প্যাড। আসুস ঘোষনা করেছে তারা দুটি শক্তিশালী ই-প্যাড বাজারে আনছে। একটি ১২ ইঞ্চি ডিসপ্লের Eee Pad EP121 আরেকটি ১০ ইঞ্চি ডিসপ্লের EP101TC। দুটিতেই উইন্ডোজ ৭ ব্যবহার করা হবে অপারেটিং সিষ্টেম হিসেবে।ছবিতে যা দেখা যাচ্ছে তাতে শুধু ইন্টেলের কোর-টু ডুয়ো প্রসেসরই ব্যবহার করা হয়নি, এরপরও এর ব্যাটারী কাজ করবে ১০ ঘন্টা। এরসাথে ব্যবহারের জন্য একটি ডকিং ষ্টেশন এবং কিবোর্ডও পাওয়া যাবে।











































