May 31, 2010

কোর-টু ডুয়ো, উইন্ডোজ ৭ নিয়ে আসুসের ই-প্যাড ASUS Eee Pads with Intel Core 2 Duo, Windows 7

এপলের আইপ্যাড যদি পছন্দ না হয়, এমন ট্যাবলেট চান যা আরো শক্তিশালি, বর্তমানের অপারেটিং সিষ্টেম ব্যবহার করতে পারে তাহলে আপনার জন্য আসুসের ই-প্যাড। আসুস ঘোষনা করেছে তারা দুটি শক্তিশালী ই-প্যাড বাজারে আনছে। একটি ১২ ইঞ্চি ডিসপ্লের Eee Pad EP121 আরেকটি ১০ ইঞ্চি ডিসপ্লের EP101TC। দুটিতেই উইন্ডোজ ৭ ব্যবহার করা হবে অপারেটিং সিষ্টেম হিসেবে।
ছবিতে যা দেখা যাচ্ছে তাতে শুধু ইন্টেলের কোর-টু ডুয়ো প্রসেসরই ব্যবহার করা হয়নি, এরপরও এর ব্যাটারী কাজ করবে ১০ ঘন্টা। এরসাথে ব্যবহারের জন্য একটি ডকিং ষ্টেশন এবং কিবোর্ডও পাওয়া যাবে। 

প্যানাসনিক টিজেড-১০ ক্যামেরা Panasonic Lumix DMC-TZ10 review

প্যানাসনিকের অত্যন্ত জনপ্রিয় পকেট সুপার জুম টিজেড সিরিজের সর্বশেষ মডেল টিজেড-১০। ছোট আকারের এই ক্যামেরা রয়েছে বিশাল ১২-এক্স জুম। পাওয়ার ওআইএস অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ছাড়াও নতুন এই মডেলে যোগ করা হয়েছে জিপিএস। আর হাই ডেফিনিশন ভিডিওর জন্য এভিসিএইচডি কোডেক।
ডিজিটাল ফটোগ্রাফিকে একেবারে সহজ করেছে প্যানাসনিকের ইন্টেলিজেন্ট অটো মোড। নতুন ব্যবহারকারী কোন অবস্থায় কোন মোড ব্যবহার করবেন জানার প্রয়োজন নেই, ক্যামেরা নিজেই মোড সিলেক্ট করে নেবে। আর অভিজ্ঞ ব্যবহারকারী পছন্দমত মোড সিলেক্ট থেকে শুরু করে সব ধরনের ম্যানুয়েল কন্ট্রোল ব্যবহারের সুযোগ পাবেন।

May 30, 2010

মেমোরী কার্ড সার্ভে, ৬৪ গিগাবাইট কার্ড পুরস্কার Memory card survey, win 64GB CompactFlash Card

কোন মেমোরী কার্ড কেমন এধরনের এক জরিপে অংশ নিয়ে আপনি পুরস্কার পেতে পারেন ৬৪ গিগাবাইট সিএফ কার্ড। বৃটেন ভিত্তিক ফটোগ্রাফি বিষয়ক ওয়েবসাইট ফটোগ্রাফি ব্লক আয়োজন করেছে এই জরিপের।
আপনাকে যা করতে হবে তা হচ্ছে অনলাইনে তাদের কিছু প্রশ্নের উত্তর দেয়া। মুলত কোন মেমোরী কার্ড থেকে আপনি কেমন ফল পেয়েছেন সেটাই এই জরিপের বিষয়।
জরিপের জন্য ওয়েবসাইট http://survey.constantcontact.com/survey/a07e2vduodyg8lkev5l/start

বাংলাদেশে ফেসবুক বন্ধ Facebook closed-down in Bangladesh

জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে। কদিন ধরেই ইন্টারনেটে আওয়ামী লীগ প্রধানের আপত্তিকর ছবি প্রকাশ নিয়ে কথা উঠেছিল। গতকাল দুপুরে র‌্যাব এক সংবাদ সন্মেলনে জানায় আওয়ামী লিগ এবং জাতিয়তাবাদী দলের প্রধানের আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে তারা একজনকে গ্রেপ্তার করেছে। সন্ধ্যে থেকে ফেসবুক ব্যবহার করা যাচ্ছিল না। পরে বিটিআরসি ফেসবুক বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে।

May 29, 2010

স্যামসোনাইট ক্যামেরা ব্যাগ "Varadero" Series Camera Bags from Samsonite

ছবি উঠানোর জন্য শহরে ঘুরে বেড়ান অথবা বনে-জঙ্গলে যান, পাহাড়ে উঠুন অথবা নৌকায় চড়ুন, ক্যামেরার নিরাপত্তার কথা মাথায় রাখতেই হয়। হাত থেকে পড়ে যাওয়া থেকে শুরু করে ঝড়-বৃষ্টি, সেইসাথে সহজে বয়ে বেড়ানো। এসব সমস্যার সমাধান দিতে পারে স্যামসোনাইটের ভারাদেরো সিরিজের ক্যামেরা ব্যাগ। আকারে ছোট, সহজে বহনযোগ্য, ক্যামেরাকে বাইরের আবহওয়া থেকে রক্ষা করে, সেইসাথে দেখতে সুন্দর।
৭টি মডেলের ক্যামেরা ব্যাগ ছাড়া হয়েছে এই সিরিজে। এসএলআর থেকে ক্যামকোর্ডার সব ধরনের ক্যামেরার জন্য। সবগুলিতেই ক্যামেরা ছাড়াও মোবাইল ফোন, মেমোরী কার্ড, ব্যাটারী ইত্যাদি রাখার ব্যবস্থা রয়েছে।

ইন্টারন্যাশনাল গার্ডেন ফটোগ্রাফার অব দি ইয়ার International Garden Photographer of the Year Spring Competition Deadline Approaches

আপনি কি ইন্টারন্যাশনাল গার্ডেন ফটোগ্রাফার অব দি ইয়ার-এ ছবি পাঠিয়েছেন। তারা মনে করিয়ে দিয়েছের ছবি পাঠানোর শেষ তারিখ ৩১ মে। ছবির বিষয় চার ঋতু (৪ সিজন)। অন্যভাবে বললে প্রকৃতির শক্তি, বৃদ্ধি এবং রং। সাথে ল্যান্ডস্কেপ। সারা বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীর জন্য একদিকে যেমন রয়েছে ৫ হাজার বৃটিশ পাউন্ড অর্থ পুরস্কার সেইসাথে সন্মান। ছবিগুলিকে রয়েল বোটানিক গার্ডেনে প্রদর্শনীতে দেখানো হয়।

সনি ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০১১ Sony World Photography Awards 2011

সনি ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করা হয়েছে। এই প্রতিযোগিতার ছবিগুলিকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ফেষ্টিভালে প্রদর্শন করা হয়। গতবছর কানে এই ফেষ্টিভালের সাফল্যের পর এবার সান ফ্রান্সিসকো, মেক্সিকো, সাংহাই এবং লন্ডনে অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরনী অনুষ্ঠান হবে লন্ডনে। এই ফেষ্টিভালে সারা বিশ্বের ফটোগ্রাফাররা একসাথে হওয়ার সুযোগ পান।

May 28, 2010

হাই ডেফিনিশন ভিডিও সহ মোবাইল এসার ষ্ট্রিম Acer Stream official, Android 2.1 and 720p video inside

এসার তাদের ষ্ট্রিম নামের এন্ড্রয়েড ২.১ ভিত্তিক ফোনের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে। ৩.৭ ইঞ্চি টাচস্ক্রিন এমোলিড ডিসপ্লের রেজ্যুলুশন ৪৮০-৮০০। সাথে স্নাপড্রাগন ১ গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম। এই বর্ননা গুগলের নেক্সাস ওয়ানের মতই। তবে এখানেই থেকে নেই এসার। এতে থাকবে ২ গিগাবাইট বিল্টইন মেমোরী, ৮ গিগাবাইট কার্ড। এরপরও এই সেটের পুরুত্ব মাত্র ১১.২ মিলিমিটার।
এরসাথে যোগ হয়েছে এইচ.২৬৪, এক্সভিড এবং ডব্লিউএমভি এইচডি কোডেক। এইচডিএমআই পোর্ট। ৫ মেগাপিক্সেল ক্যামেরা, হাইডেফিনিশন ৭২০পি ভিডিও রেকর্ডিং, বিল্টইন জিপিএস সবকিছুই রয়েছে এতে।
কানেকটিভি হিসেবে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই ৮০২.১১এন, থ্রিজি। এর মাল্টিমিডিয়া যদি এখনও যথেষ্ট মনে না হয় তাহলে আরো যোগ করুন ডলবি মোবাইল প্রযুক্তি।
অপারেটিং সিষ্টেম হিসেবে এন্ড্রয়েড ২.১, সোস্যাল নেটওয়ার্কিং ইত্যাদি সবই রয়েছে এতে। আনুষ্ঠানিকভাবে এরকথা জানালেও বিক্রির সময় কিংবা দাম জানানো হয়নি।  

২০১০ সালের সেরা ১০ ডিজিটাল ক্যামেরা Top ten cameras of 2010

ক্যামেরা হলেই চলবে, একথা মনে করে আজকাল কেউ ক্যামেরা কেনেন না। আবার, যত দামই হোস সবচেয়ে ভাল ক্যামেরা কিনব একথা বলার সুযোগও খুব বেশি মানুষের নেই। ক্যামেরার নির্দিস্ট বৈশিষ্ট থাকতে হয়, নির্দিষ্ট সুবিধে থাকতে হয়, সেই সুবিধের পাশাপাশি দামের সামঞ্জস্য থাকতে হয়। দাম এবং গুন দুই একসাথে করে তবেই ভাল ক্যামেরা। এখন পর্যন্ত বাজারে আসা ক্যামেরাগুলির মধ্যে বর্তমানে সেরা কোন ১০টি।
জেডডি-নেট তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে একটি পরিচিত নাম। তাদের বিশেষজ্ঞ বিশ্লেষন করে নির্বাচন করেছেন সেরা ১০ ক্যামেরা। আগেই বলে নেয়া ভাল, বিবেচনা করা হয়েছে পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরাগুলিকে। এরসাথে এসএলআর ক্যামেরা এক করে দেখবেন না। এবং এদেরকে সাজানো হয়েছে ক্রমান্ময়ে বেশিদাম থেকে কমদামের হিসেবে।

স্যামসাং ফোনে উইন্ডোজ ফোন ৭ প্রদর্শন Windows Phone 7 demonstrated on a Samsung prototype

মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ফোন ৭ দেখিয়েছে স্যামসাং-এর মোবাইল ফোনে। ফ্রান্সের এক আয়োজনে তারা এর ইন্টারফেস, ভিডিও এবং গেম চালানোর ক্ষমতা প্রদর্শন করে। অনেকেই আশাবাদি হয়েছেন এর পারফরমেন্সে। স্যামসাংএর অমনিয়া এইচডি সিরিজের (নির্দিষ্ট করে মডেল জানানো হয়নি) ফোন এবং স্যামসাংএর হেডসেট ব্যবহার করা হয়েছে এতে। উইন্ডোজ ফোন ৭ এর প্রয়োজন অনুযায়ী এতে স্নাপড্রাগন চিপ থাকার কথা।
এর আগে এলজির একটি ফোনে (জিডব্লিউ৯১০) ব্যবহার করেও ভাল ফল পাওয়া গেছে। মনে হচ্ছে উইন্ডোজ ফোন ৭ এর কাজ দ্রুতই এগিয়ে চলেছে।

১৪ মেগাপিক্সেল ৩এক্স জুম সহ ক্যামেরাফোন Altek Leo - 14MP cameraphone with HD video and 3x optical zoom

এলটেক বিশ্বের প্রথম ১৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ মোবাইল ফোনের ঘোষনা দিয়েছে। শুধু সবচেয়ে বেশি মেগাপিক্সেলই না, এতে ৩এক্স অপটিক্যাল জুম থাকবে, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। জিনন এবং এলইডি দুধরনের ফ্লাশ থাকবে। এলটেক লিও নামের এই ফোন মাসখানেকের মধ্যেই বাজারে ছাড়া হবে।

May 27, 2010

ফটোশপ প্লাগইন একেভিস স্কেচ ১১ AKVIS Sketch 11

প্লাগইন নির্মাতা একেভিস তাদের স্কেচ এর ভার্শন ১১ রিলিজ দিয়েছে। এর মাধ্যমে ফটোগ্রাফকে পেনসিল ড্রইং কিংবা জলরং ছবিতে পরিনত করা যায়। নতুন ভার্শনে এক্সপ্রেস এবং এডভান্সড নামে দুটি ইন্টারফেস মোড যোগ করা হয়েছে। প্রথমটিতে খুব সহজে দ্রুত কাজ করা যাবে, পরেরটি ব্যবহার করে স্কেচের সবকিছু নিয়ন্ত্রন করা যাবে।
ব্যাচ প্রসেসিং ব্যবহার করে ভিডিও থেকে কার্টুন তৈরী করা সম্ভব এটা দিয়ে। পুরস্কারজয়ী এই ফটোশপ প্লাগইন ফটোশপ সিএস৪/সিএস৫ উইন্ডোজ কিংবা ম্যাকে ব্যবহার করা যাবে। এছাড়া ষ্ট্যান্ডএলান ভার্শন যেমন রয়েছে তেমনি ফটোশপ এলিমেন্ট, কোরেল পেইন্টার, কোরেল ফটোপেইন্ট, পেইন্টশপ প্রো, এসিডি ফটো ক্যানভাস, ফটো ইমপ্যাক্ট ইত্যাদির সাথে ব্যবহার করা যাবে।

মানুষের শরীরে কম্পিউটার ভাইরাস Man Infects with Computer Virus

কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে মানবশরীর, এটা কল্পকাহিনীতে পাওয়া যাবে নিশ্চয়ই। কল্পকাহিনী আর বাস্তবতায় আর পার্থক্যই বা কতটুকু ? ক্রমেই কল্পকাহিনীর সবকিছু বাস্তবে রূপ নিচ্ছে। এটা প্রমান করতেই একজন বৃটিশ বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস ঢুকিয়েছেন নিজের শরীরে। ডঃ মার্ক গেসন নিজে একজন সাইবারনেটিকস বিশেষজ্ঞ।

গেম এবং মুভির জন্য রেটিং Rating for Movies and Video Games

গেম কিংবা মুভির সিডি-ডিভিডি কেনার সময় রেটিং নামের একটি বিষয় হয়ত লক্ষ্য করেছেন। পশ্চিমা দেশগুলিতে একধরনের রেটিং বাধ্যতামুলক। রেটিং দেখে একজন ধারনা করতে পারেন কোন ধরনের দর্শকের জন্য কোন ভিডিও উপযোগি কিংবা কোন ভিডিও গেম কোন বয়সেরর জন্য উপযোগি।
মুলত সহিংসতা, খারাপ ভাষা, গালাগালি এবং যৌনতা এই বিষয়গুলি যেন শিশুদের প্রভাবিত না করে সে উদ্দেশ্যেই এটা করা হয়। ভিডিও এবং গেমের রেটিং কি জেনে রাখুন।

May 26, 2010

সনির মোড়ানো ডিসপ্লে Sony unveils ultrathin rollable OLED

সনি একধরনের অর্গানিক লাইট এমিটিং ডায়োড (ওলিড) ডিসপ্লে তৈরী করেছে যা এতটাই পাতলা যে কাগজের মত মোড়ানো যাবে এবং সেই অবস্থাতেও কাজ করবে। মোটামুটি একটি কলম বা পেনসিলের আকৃতি পর্যন্ত পাকানোর পরও এই ডিসপ্লেতে ছবি দেখা যাবে। সনি একটি ভিডিওতে এর নমুনা দেখিয়েছে।
৪.১ ইঞ্চি এই ডিসপ্লের রেজ্যুলুশন ৪৩২-২৪০ পিক্সেল (১২১ পিক্সেল/ইঞ্চি)। অল্পদিনের মধ্যেই এটা বিক্রি শুরু হবে। এসপ্তাহেই এর পুরো প্রদর্শনীর আয়োজন করবে সনি।

গুগল আর্থে থ্রিডি শহর Stockholm goes 3D in Google Earth

সম্ভব। গুগল আর্থ এই ব্যবস্থা চালু করেছে। প্রথম শহর হিসেবে আত্মপ্রকাশ করেছে ষ্টকহোম। তালিকায় এরপর রয়েছে নিউইয়র্ক এবং মাদ্রিদ। আপাতত আপনি নিজের ব্রাউজার ব্যবহার করে দেখে নিতে পারেন স্টকহোমের চেহারা। এজন্য  অবশ্য একটি প্লাগইন ডাউনলোড করে নিতে হবে।
শহরের রাস্তা দেখানো বিষয়ে ইউরোপের অনেক দেশেরই আপত্তি রয়েছে। তার অর্থ এই না যে গুগল কাজ বন্ধ করে বসে রয়েছে। ছবিতে থ্রিডির নমুনা অন্তত দেখতে পারেন।
এরপর কি হতে যাচ্ছে ?

নোটবুকের জন্য সবচেয়ে দ্রুতগতির প্রসেসর তৈরী করছে এনভিডিয়া NVIDIA GeForce GTX 480M unveiled, meet world’s fastest notebook GPU

এনভিডিয়া তাগের জিফোর্স জিটিএক্স ৪৮০এম এর ঘোষনা দিয়েছে। এটা বর্তমানে প্রচলিত যে কোন গ্রাফিক্স প্রসেসরেরর চেয়ে দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। এনভিডিয়ার বক্তব্য অনুযায়ী এটা ডিরেক্ট-এক্স ১১ এর সবকিছু ব্যবহারে সক্ষম এবং বর্তমানের প্রতিযোগিদের চেয়ে অন্তত ৫ গুন দ্রুত কাজ করবে।
এটা প্রথম গ্রাফিক্স প্রসেসর যা নোটবুকে পরবর্তী প্রজন্মের কিউডা আর্কিটেকচার (আরেক নাম ফার্মি) ব্যবহার করতে যাচ্ছে। এরফলে হাই ডেফিনিশন ভিডিওসহ অন্য ভিডিওর ট্রান্সকোডিং হবে অনেক দ্রুত।

মাইক্রোসফটের এক্সপ্রেশন কিনেছে ফেজ-ওয়ান Phase One Buys Expression Media

ফেজ-ওয়ান ডিজিটাল ফটোগ্রাফির ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিস্ঠান।  আর মাইক্রোসফটের এক্সপ্রেশন মিডিয়া একটি মিডিয়া প্রোডাক্ট যা ব্যবহার করে ছবি, ভিডিও, মিউজিক ইত্যাদির ক্যাটালগ, প্রেজেন্টেশন, শেয়ারিং ইত্যাদি কাজ করা যায় খুব সহজে।  ফেজ ওয়ান মাইক্রোসফটের এই সফটঅয়্যারটি কিনে নিজেদের দখলে নিয়েছে। তারা একে আরো উন্নত করে ব্যবহারকারীদের কাছে আরো জনপ্রিয় করবে। তারা মালিকানা পেলেও ব্যবহারকারী এই সফটঅয়্যার কেনার পর চুক্তির অধিনে মাইক্রোসফট ৯০ দিন সেবা দেবে।

ডেলের ৫ ইঞ্চি ট্যাবলেট ফোন Dell Streak 5-inch tablet phone

টাচফোন এবং ট্যাবলেটে পার্থক্য কোথায় ? বলা কঠিন। অন্তত ডেলের এই ফোন দেখার পর, যার ডিসপ্লে ৫ ইঞ্চি, অনায়াসে ট্যাবলেটের সাথে প্রাতদ্বন্দিতা করতে পারে। এর আগে পর্যন্ত এইচটিসি-র ৪.৩ ইঞ্চি সর্বোচ্চ ছিল। অথবা বিপরীতভাবে একে ট্যাবলেটই বলা যায়, যারসাথে জিএসএম ভয়েস এবং থ্রিজি কানেকটিভিটি রয়েছে।
ডেলের ষ্ট্রিক নামের এই ডিভাইস মাত্র ১০ মিমি পুরু। বিশেষভাবে পরিবর্তন করা এন্ড্রয়েড ১.৬ ব্যবহার করা হয়েছে এতে। রয়েছে স্নাপড্রাগন প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‌্যাম।
এর ডিসপ্লে ৫ ইঞ্চি টিএফটি, ডব্লিউভিজিএ রেজুলুশন (৮০০-৪৮০) সাথে মাল্টিটাচ সাপোর্ট। সাথে বিল্টইন জিপিএস রিসিভার এবং গুগল ম্যাপ।

বিশ্বের সবচেয়ে বড় থ্রিডি স্ক্রিন world’s biggest 3D screenfrom LG

টিভির ক্ষেত্রে সকলেরই পছন্দ বড়। যত বড় হয় তত ভাল। এলজি-র ৮৪ ইঞ্চি আলট্রাএইচডি প্যানেল এক্ষেত্রে অনায়াসে অন্য সবাইকে ছাড়িয়ে যেতে পারে। সিয়াটলের সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লে প্রদর্শনীতে এটা দেখাচ্ছে তারা। একইসাথে থ্রিডির ক্ষেত্রে আরো দুটি সাফল্য তুলে ধরছে এলজি। লিকুইড লেন্সের ৪৭ ইঞ্চি টিভি প্যানেল। চশমা ছাড়াই খালিচোখে থ্রিডি দেখা যাবে এতে। আরেকটি পোলারাইজড গ্লাশসহ ৪৭ ইঞ্চি থ্রিডিটিভি।

প্যানাসনিকের ঘাতসহ ল্যাপটপ Panasonic Toughbook 19, a powerful rugged laptop

পড়ে গেলে ভাঙবে না, পানিতে ভিজলে কিছু হবে না, অনেকদিন ধরেই এমন ল্যাপটপ তৈরী করছে প্যানাসনিক। টাফবুক নামের এই সিরিজের নতুন আরেকটি মডেল ঘোষনা করেছে তারা। টাফবুক ১৯ নামের এই ল্যাপটপ ৬ ফুট উচু থেকে পড়লেও কোন ক্ষতি হবে না। এছাড়া ধুলাবালি বা পানির সাধ্য নেই এর ক্ষতি করে। ১০.৪ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ১.২ গিগাহার্টজ ইন্টেল আই-৫ প্রসেসর (টারবো বুষ্ট মোডে ২ গিগাহার্টজ কাজ করে) ২ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম এবং ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক রয়েছে।

May 25, 2010

বিনামুল্যে ফটোগ্রাফি-বিবি পত্রিকার ২৮তম সংখ্যা PhotographyBB Online Magazine Issue 28 available

ফটোগ্রাফি বিষয়ক অনলাইন পত্রিকার ২৮তম সংখ্যা ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। স্কীন সফটেনিং, ওয়েব গ্যালারীর জন্য ডিজিটাল ফ্রেম তৈরী ইত্যাদির টিউটোরিয়াল ছাড়াও ব্যক্তিগত ব্লগ ব্যবহার করে কিভাবে অর্থ উপার্জন করা যায়, ফটোগ্রাফি বিষয়ক কাজ কিভাবে করা যায় সে সম্পর্কে জানানো হয়েছে। ফটোগ্রাফি এরাউন্ড ওয়ার্ল্ড সিরিজে নিউজিল্যান্ড এর জনপ্রিয় সাইকেল চালানোর যায়গা ওটাগো রেল ট্রেইল সম্পর্কে প্রতিবদন রয়েছে। এসএলআর এর পাশাপাশি সাধারন পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা কতটা কাজে লাগতে পারে সেবিষয়ে প্রতিবেদন রয়েছে।

ইন্দোনেশিয়ার মোবাইল ফোন নেটওয়ার্কিং প্রতিষ্ঠান কিনল ইয়াহু Yahoo Buys Indonesian Mobile Internet Company

কোপরোল নামে ইন্দোনেশিয়ার একটি মোবাইল ফোন নেটওয়ার্কিং কোম্পানী কিনেছে ইয়াহু। এই ব্যবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে আশেপাশের পরিচিত ব্যক্তি এবং যায়গায় যোগাযোগ করা যায়। ফোনের ওয়েব ব্রাউজার ব্যবহার করে পরিচিত কে কোথায় আছে, কি করছে জানা যায়, মত বিনিময় করা, ছবি আদান-প্রদান করা যায়। কোন বিষয় সম্পর্কে অন্যদের মত জানা যায়। নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা, অন্যদের আমন্ত্রন জানানো, স্থানীয় ব্যবসার তথ্য জানা এসবকিছুই হয় তাক্ষনিকভাবে। ইন্দোনেশিয়ায় বহু মানুষ এটা ব্যবহার করে।

ইয়াহু ম্যাপ ব্যবহার করতে যাচ্ছে নোকিয়া Nokia to run Yahoo's maps in global partnership

অন্য অনেক যায়গার মত লোকেশন সার্ভিসেও গুগলের অবস্থান অত্যন্ত শক্তিশালি। এরসাথে প্রতিদ্বন্দিতা করতে ইয়াহু-নোকিয়া এক হতে যাচ্ছে। নতুন এই ব্যবস্থায় নোকিয়া ইয়াহুর ম্যাপ ব্যবহার করবে। আর প্রতিদানে ইয়াহু নোকিয়া ফোনের জন্য আমেইল এবং ইনষ্ট্যান্ট মেসেজিং সেবা দেবে। মোবাইল ফোন এবং কম্পিউটার দুই ক্ষেত্রেই এই চুক্তি কাজ করবে।
ইয়াহু তাদের মুল ব্যবসা, বিভিন্ন কন্টেন্ট তৈরী, বিজ্ঞাপন বিক্রি এবং মেসেজিং সার্ভিস ইত্যাদি করে যাবে। সেইসাথে সহযোগি হিসেবে নোকিয়ার সাহায্যে অন্য কাজগুলি করবে।

মোবাইলের কোয়াড কোর সহ ইন্টেলের নতুন প্রসেসর New Intel mobile quad cores CPU with unlocked multipliers

ডুয়াল কোর এটম প্রসেসরের ঘোষনা দেয়া হয়ে গেছে। এরই মধ্যে ইন্টেল জানিয়েছে তারা আরো কিছু নতুন প্রসেসর বাজারে আনতে যাচ্ছে। ল্যাপটপ এবং ট্যাবলেটের জন্য এই প্রসেসরগুলির মধ্যে রয়েছে কোয়াড কোর মোবাইল প্রসেসর। আরো নির্দিষ্টভাবে বললে তাদের কোর-আই-৭ প্রসেসরকে আনতে যাচ্ছে একেবারে পাতলা নোটবুকের জন্য।
ল্যাপটপের জন্য i7-740QM এবং i7-840QM প্রসেসর এর প্রথমটির ক্লকস্পিড ১.৭ গিগাহার্টজ, টারবো বুষ্ট মোডে ২.৯৯ গিগাহার্টজ ব্যবহার করবে, পরেরটি ১.৮৬ গিগাহার্টজ, টারবো বুষ্ট মোডে ৩.২ গিগাহার্টজ কাজ করবে।

মুক্তির ৩০ দিন পরই হলিউডের ছবি দেখা যাবে Hollywood to rent new films just 30 days after release

সাধারনভাবে হলিউডের নতুন ছবি রিলিজ হওয়ার কয়েকমাস পর বাজারে ডিভিডি ছাড়া হয়। যার অর্থ এরআগে দেখতে হলে আপনাকে সিনেমা হলে যেতে হবে। হলিউড এই ব্যবস্থার পরিবর্তন আনতে যাচ্ছে।  ছবি মুক্তির ৩০ দিন পরই ঘরে বসে টিভিতে সেই ছবি দেখা যাবে টাকার বিনিময়ে। ওয়াল ষ্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।

সনি সাইবারশট ডিএসসি-এইচ৫৫ ক্যামেরা Sony Cyber-shot DSC-H55 Review

সনির এইচএক্স-৫ ক্যামেরা বর্তমান বাজারে অত্যন্ত জনপ্রিয়। সেইসাথে দামও বেশি। এর কমদামী ভার্শন বলা যেতে পারে এইচ-৫৫ মডেলকে। ছোট আকারের ট্রাভেলজুম ক্যামেরায় রয়েছে ১৪ মেগাপিক্সেল সেন্সর, ১০ এক্স অপটিক্যাল জুম (২৫-২৫০ মিমি), ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে, সুইপ প্যানোরমা মোড। এর দাম ২৫০ ডলারের মধ্যে।

এন্ড্রয়েডের জন্য এডবি পিডিএফ রিডার Adobe PDF Reader for Android phones

এন্ড্রয়েড ব্যবহারকারীরা অনেকদিন থেকে অপেক্ষায় ছিলেন বিনামুল্যের একটি শক্তিশালী পিডিএফ রিডারের। গত সপ্তাহের গুগলের বার্ষিক কনফারেন্সে এবিষয়ে এডবি পিডিএফ রিডারের কথা জানানো হয়। এখন সেটা এন্ড্রয়েড মার্কেটপ্লেসে ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। সীমাবদ্ধতা একটাই, এজন্য সবশেষ ভার্শন এন্ড্রয়েড ব্যবহার করতে হবে।
এর সাহায্যে খুব সহজে পিডিএফ ওপেন করা, ঘুরানো, জুম করা এবং টেক্সট সাইজ পরিবর্তনের একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বড় আকারের ছবি সম্বলিত ডকুমেন্ট হলেও সমস্যা নেই। রীতিমত কম্পিউটারের মতই খুব সহজে ব্যবহার করা যাবে মোবাইল ফোনে। একমাত্র জুম ইন/আউটের সময় পিসির তুলনায় কিছুটা ধীরগতির মনে হয়।

May 24, 2010

ফুজিফিল্ম ফাইনপিক্স জেজেড৫০০ ক্যামেরা Fujifilm FinePix JZ500 Review

ফুজিফিল্মের ফাইনপিক্স জেজেড-৫০০ এমন এক ক্যামেরা যা সাথে করে বাইরে গেলে সব ধরনের ছবি উঠানো যাবে, ক্যামেরা আকারে ছোট এবং দাম কম। ১৪ মেগাপিক্সেল সিসিডি সেন্সর, ২.৭ ইঞ্চি এলসিডি স্ক্রিন, ১০ এক্স অপটিক্যাল জুম (২৮-২৮৮ মিমি) ফুজিনন লেন্ন্সের এই ক্যামেরায় হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। দাম ২৫০ ডলারের মধ্যে।
ট্রাভেলজুম নামে পরিচিত এই ধরনের এই ক্যামেরা আকারে একেবারেই ছোট। অনায়াসে পকেটে রাখা যাবে। অন্যান্য কোম্পানীর ১০-এক্স জুমের ক্যামেরার চেয়ে ছোট এবং দামও কম। ২৮-২৮০ মিমি লেন্স কাছের বা দুরের ছবি উঠানোর সহায়ক। এতে ডুয়াল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থা রয়েছে, ফলে হাত কাপলেও ভাল ছবি পাওয়া যাবে।

এন্ড্রয়েড ২.২ ফ্রোয়ো এবং এডবি ফ্লাশ প্লেয়ার ১০.১ Android 2.2 Froyo and Flash Player 10.1

গত সপ্তাহে গুগল তাদের এন্ড্রয়েড ২.২ ফ্রোয়ো (ফ্রোজেন ইয়গার্ট এর সংক্ষেপ) বাজারে এনে অনেককেই চমকে দিয়েছে। নেক্সাস ওয়ান ব্যবহারকারীরা  এর আপডেট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন (আপাতত অন্য ফোনে ব্যবহার করা যাচ্ছে না)। এর মুল বৈশিষ্ট হিসেবে ২ থেকে ৫ গুন বেশি দ্রততা, এপ্লিকেশন ম্যানেজমেন্ট, এক্সচেঞ্জ সাপোর্ট, ক্যামেরার উন্নতি এসব উল্লেখ করা হলেও অনেকের আলোচনার মুল বিষয় ফ্লাশ প্লেয়ার ১০.১ সাপোর্ট। কারন এটা নিয়েই বিরোধ এপলের সাথে।
এডবি ফ্লাশ না এইচটিএমএল৫ এই বিতর্কের শেষ নেই। দুপক্ষই নিজেদের যুক্ততে অনড়। ফ্লাশ বিরোধীদের (এপল) বক্তব্য এর মাধ্যমে খুব সহজেই ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, ব্যাটারীর আয়ু শেষ হয় খুব দ্রুত। সাধারনভাবে ফ্লাশের জন্য বেশি শক্তি প্রয়োজন হয়। ফ্লাশ ১০ থেকে ১০.১ এ আপগ্রেড করার সময় এক্সিলারেশন যোগ করে অনেকটা উন্নতি করা হয়েছে। ভিডিও কিংযবা এনিমেশন এখন ব্যবহার করা যায় আগের চেয়ে ভালভাবে। অন্তত উইন্ডোজের ক্ষেত্রে।
আর এইচটিএমএল৫ এর পারফরর্মেন্স, সত্যি বলতে কি সেটা পরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। ব্যবহারের সময় বিভিন্ন ডিভাইসে এর বড় ধরনের পার্থক্য দেখা যায়। এথেকে লক্ষ্য করা যায় জটিল কোড ব্যবহার করলে বরং ফ্লাশের চেয়েও বেশি রিসোর্স ব্যবহার করে।

May 23, 2010

ল্যাপটপের জন্য গ্রাফিক্স কার্ড MSI brings external graphics to laptops

অনেক ল্যাপটপ ব্যবহারকারীই তাদের নিজস্ব গ্রাফিক্স নিয়ে সন্তুষ্ট নন। বড় ধরনের গেম খেলা যায় না, এমনকি হাই-ডেফিনিশন ভিডিও দেখতেও সমস্যা হয়। ইচ্ছে করলেই পিসির মত কার্ড লাগিয়ে নেয়া যায় না। এই সমস্যার সমাধান দিতে এগিয়ে এসেছে এমএসআই। তাদের গ্রাফিক্স আপগ্রেড সলিউশন নামের কিট ব্যবহার করে ল্যাপটপে লাগানো যাবে গ্রাফিক্স কার্ড। ল্যাপটপের এক্সপ্রেস-কার্ড স্লটে লাগবে এই ডিভাইস।
কমপিউটেক্সে এমএসআই এই আপগ্রেড সলিউশনে এটিআই এইচডি ৫৬৭০ কার্ড লাগিয়ে দেখাবে। ১ গিগাবাইট মেমোরীর এই কার্ড মোটামুটি শক্তিশালি কার্ড হিসেবে বিবেচিত। সত্যিকারের গেমিং পিসির সাথে তুলনা না চলুক, অন্তত কাজ চলবে।

ন্যাশনাল জিওগ্রাফিক-এনার্জাইজার ফটোগ্রাফি প্রতিযোগিতা National Geographic - Energizer Ultimate Photo Contest

ন্যাশনাল জিওগ্রাফিক এবং এনার্জাইজার যৌথভাবে তাদের ৩য় বার্ষিক ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করেছে। আগামী ৩০ জুনে পর্যন্ত তাদের ওয়েবসাইটে ভিজিট করে ৬টি বিভাগে ছবি পাঠানো যাবে। বিষয়গুলি হচ্ছে এনিম্যাল/ওয়াল্ডলাইফ, ন্যাচার, ট্রাভেল, পিপল/কালচার, ওয়েদার এবং একশন/এনার্জি। একেবারে নবীন থেকে দক্ষ ফট্রোগ্রাফার সকলেই অংশ নেয়ার সুযোগ পাবেন এই প্রতিযোগিতায়।
ন্যাশনাল জিওগ্রাফিকের বিচারক জিম রিচার্ডসনের বক্তব্য, ভাল ছবি উঠানোর জন্য সবচেয়ে দামী ক্যামেরা কিংবা দামী উপকরন প্রয়োজন হয় না। সঠিক সময়ে সঠিক যায়গায় উপস্থিত থাকা ভাল ছবির সবচেয়ে বড় যোগ্যতা।

ইন্টেলের ডুয়াল কোর এটম প্রসেসর এন-৫৫০ Intel readies Atom N550 dual-core CPU for netbooks

ইন্টেল ডুয়াল কোর এটম প্রসেসরের ঘোষনা দিয়েছে। এবছরই এগুলি বাজারে আসতে শুরু করবে। এরফলে কম্পিউটারের গতি যেমন বাড়বে তেমনি বড় আকারের স্ক্রিনের নেটবুক তৈরী সম্ভব হবে। বর্তমান এটম প্রসেসর ব্যবহার করে সর্বোচ্চ ১০.২ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়।
ডেস্কটপের ক্ষেত্রে ইন্টেলের আধিপত্য থাকলেও নেটবুকের ক্ষেত্রে এএমডি কিংবা আরমের সাথে ইন্টেলকে রীতিমত প্রতিদ্বন্দিতা করতে হয়। তারা এরই মধ্যে ডুয়াল-কোর প্রসেসর বাজারে এনেছে অথবা আনার কথা জানিয়েছে। কাজেই ইন্টেলের এপথে না গিয়ে উপায় ছিল না।
এটম প্রসেসর হিসেবে খুব শক্তিশালি না। তারওপর যেভাবে সফটঅয়্যার মাল্টিথ্রেড ব্যবহার করছে সেখানে ডুয়াল-কোর কিছুটা সুবিধে দিতে পারে।

May 22, 2010

বিনামুল্যে ফটোগ্রাফি শেখার ভিডিও AdoramaTV Educational Videos for Photography

আমেরিকার অন্যতম বৃহত ফটোগ্রাফি সামগ্রী বিক্রেতা এডোরামা ফটোগ্রাফারদের শেখার সুযোগ করে দিতে এডোরামা-টিভি নামে বিনামুল্যের প্রশিক্ষন ভিডিও ব্যবস্থা চালুর কথা জানিয়েছে। ফটোগ্রাফি সম্পর্কে আগ্রহি যেকেউ এর সাহায্যে উপকৃত হবেন। এমনিতে তারা ফটোগ্রাফির ট্রেণিং দেয় এবং ফটোগ্রাফির ওয়েবসাইট পরিচালনা করে। এবার তারসাথে ভিডিও চ্যানেল চালু করা হল।

ভুয়া ক্লিকের অভিযোগে মাইক্রোসফটের মামলা Microsoft sues over 'click laundering' fraud

ওয়েবসাইটে বিজ্ঞাপনের লিংকে ক্লিক করলে টাকা পাওয়া যায়। ক্লিক যত বেশি টাকা তত বেশি। কাজেই কেউ কেউ বেশি ক্লিক দেখানোর চেষ্টা করবেন এটাই স্বাভাবিক। এধরনের অভিযোগেই মাইক্রোসফট মামলা করেছে রেড-অরবিট নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাদের অভিযোগ এক মাসে সেখানে আড়াই লক্ষ ডলারের ভুয়া ক্লিক দেখানো হয়েছে।
মাইক্রোসফটের এড-সেন্টার এধরনের বিজ্ঞাপন দেয়। একে আরো পরিচিত গুগলের এড-সেন্স এর সাথে তুলনা করতে পারেন। সেখানে রেজিষ্ট্রেশন করে আপনার ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন রাখতে পারেন। সেখানে যতবার ক্লিক করা হবে আপনার একাউন্টে তত টাকা জমা হতে থাকবে।

মোবাইলে আড়ি পাতা হতে পারে Bugnets Could Spy on You via Mobile Devices

আপনি হয়ত কারো সাথে খুব গুরুত্বপুর্ন কিংবা গোপনীয় বিষয় নিয়ে আলাপ করছেন। গোপনীয়তা রক্ষার জন্য কম্পিউটার কিংবা মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করছেন না। সরাসরি সামনাসামনি বসে আলাপ করছেন। আপনার অজান্তেই পৃথিবীর আরেক প্রান্তে বসে কেউ আপনার প্রতিটি কথা শুনছে। তারজন্য লাভজনক হলে আপনাকে বিপদে ফেলবে না এ নিশ্চয়তাই বা কে দিচ্ছে ?

May 21, 2010

ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার প্রতিযোগিতা TPOTY 2010 Photography contest

এবছরের ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার প্রতিযোগিতার ঘোনা দেয়া হয়েছে। সৌখিন এবং পেশাদার ফটোগ্রাফাররা এতে অংশ নিতে পারবেন। প্রিন্ট করা ছবি এখনই জমা নেয়া হচ্ছে, অনলাইনে জমা নেয়া হবে জুলাইয়ের ১ তারিখ থেকে। উল্লেখ করা যেতে পারে গতবছর এই প্রতিযোগিতায় সেরা পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের ফটোগ্রাফার আকাশ।

গুগল টিভি-তে ইন্টারনেট এবং টিভি একসাথে Google TV: TV and the Web together

ইন্টারনেটে টিভি কিংবা টিভিতে ইন্টারনেটের চেষ্টা অনেকবার করা হয়েছে। এবার গুগল দুটিকে একসাথে করে বলছে এর নাম গুগল টিভি। সাধারনভাবে যেমন টিভি দেখা যাবে তেমনি ইচ্ছে করলেই সেখানে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এন্ড্রয়েড সফটঅয়্যার ব্যবহার করা টিভি কিংবা ব্লু-রে প্লেয়ার ব্যবহার করে একাজ করা যাবে। এবছরই বাজারে বিক্রি শুরু হবে এই ব্যবস্থা।
গুগলের সাথে অন্য যেসব কোম্পানী কাজ করে তাদের এক সন্মেলনে গুগল এটা দেখিয়েছে। বেশ কিছুদিন থেকে চালু টিভিতে ইন্টারনেট ব্যবস্থার মতই। এতে কিবোর্ডসহ রিমোট ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বলছে এটা শুধু টিভিতে ইন্টারনেট ব্রাউজ করার বিষয় না। কম্পিউটারে যেখাবে ইন্টারনেট সার্চ করা, ইউটিউব ব্যবহার করা হয় ঠিক সেভাবেই সবকাজ করা যাবে টিভিতে। স্ক্রিনের সার্চবক্সে কিওয়ার্ড টাইপ করে কোন টিভির কি অনুষ্ঠান দেখতে চান খুজে বের করা যাবে, সরাসরি রেকর্ড করা যাবে।

May 20, 2010

গুগলের নতুন ওয়েব ভিডিও ফরম্যাট Google announce the WebM open web video format

যারা গুগলের জন্য সফটঅয়্যার তৈরী করে তাদের জন্য একটি বড় খবর, গুগল নতুন একটি ভিডিও ফরম্যাট ঘোষনা করেছে। এর নাম ওয়েব-এম। এতে ভিডিওর জন্য VP8 video codec এবং অডিওর জন্য Ogg Vorbis audio codec ব্যবহার করা হয়েছে। ফল হিসেবে ভিডিওকে খুব সহজে মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা নেটবুকে ব্যবহার করা যাবে।

স্যামসাং এর মেগাজুম ক্যামেরা Samsung WB5500: 26x megazoom digicam

কোন আগাম ঘোষনা ছাড়াই রীতিমত চমক সৃষ্টি করে নতুন ক্যামেরার কথা জানিয়েছে স্যামসাং। তাদের ডব্লিউবি-৫৫০০ মডেলের ক্যামেরায় রয়েছে ২৬ এক্স জুম। ৩৫মিমি এর তুলনায় ২৬-৬৭৬ মিমি জুম তাদের আগের এইচজেড২৫ডব্লিউ (২৪-এক্স) কে ছাড়িয়ে গেছে অনায়াসেই। গঠনের দিক থেকে বড় ধরনের পার্থক্য না থাকলেও নতুন লেন্স ব্যবহার করা হয়েছে। পুরো জুম জুড়ে এফ/২.৮ থেকে এফ/৫.০ ব্যবহার করা যাবে।

May 19, 2010

পাকিস্তান সরকার ফেসবুক বন্ধ করার নির্দেশ দিয়েছে Muslim anger prompts Pakistan to block Facebook

পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠির প্রতিবাদের মুখে পাকিস্তান সরকার সেখানকার সব ইন্টারনেট সেবাদাতাকে ফেসবুক ব্লক করার নির্দেশ দিয়েছে। ফেসবুকের একটি পেজে নবী মুহম্মদের ছবি জমা দেয়ার আহ্বান জানানোর প্রেক্ষিতে জনগন এর প্রতিবাদ শুরু করে। ইসলাম ধর্মে নবীর ছবি বা কোনধরনের প্রতিকৃতি তৈরী নিষেধ।
একটি ফেসবুক পেজে নবীর ছবি একে ২০ মে তারিখের মধ্যে জমা দিতে বলা হয়।  প্রতিবাদে করাচীতে ২ হাজার ছাত্রী মিছিল বের করে এবং ফেসবুক বন্ধ করার দাবী জানায়। অন্যান্য যায়গায়ও প্রতিবাদ মিছিল বের করা হয়। সরকার প্রথমে নির্দিস্ট পেজ ব্লক করার নির্দেশ দেয়। কিন্তু ইসলামিক আইনজীবী ফোরাম পুরো ফেসবুকই বন্ধ করার দাবী নিয়ে কোর্টে যায়। কারন ফেসবুকে মুল পেজ দেখা যাচ্ছিল। কোর্ট এতে সম্মতি দেয়ায়  সরকার পাকিস্তানে ফেসবুক বন্ধ করার নির্দেশ দেয়।
এর আগে ২০০৫ সালে ডেনমার্কে নবীকে নিয়ে কার্টন প্রকাশ করায় সারা মুসলিম বিশ্ব প্রতিবাদ জানায় এবং কার্টুনিষ্টকে হত্যার হুমকি দেয়।

হেলমেট থেকে সৌরশক্তি Students in India build solar-powered helmet

মাথায় হেলমেট লাগিয়ে সাইকেল বা মোটরসাইকেল চালানোর সময় সেই হেলমেট থেকে তৈরী হবে বিদ্যুত। তাতে সেলফোন চার্জ হবে। সাথে একটা ফ্যান যা বায়ুকল হিসেবে কাজ করবে। রীতিমত বৈজ্ঞানিক কল্পকাহিনীর মত। বাস্তকে একাজ করছে ভারতের আহমেদাবাদে নিরমা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দুজন ছাত্র। বাতাস এবং সুর্যের আলো থেকে যে বিদ্যুত তৈরী হবে তাতে ৪০ মিনিটে একটি ফোন চার্জ হবে।
এর নির্মাতা প্রাগনেস এবং অশোক আশা করেন এটা সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে আগ্রহী করবে। হ্যান্ডেল থেকে হাত না সরিয়েই ফোন ব্যবহারের সুযোগ রয়েছে এতে। তারা এর পেটেন্ট করবেন বলে জানিয়েছেন এবং বানিজ্যিকভাবে তৈরীর পর প্রতিটি হেলমেট ২২  ডলারে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন।

বাজারে আসছে ৩ টেরাবাইট হার্ডডিস্ক Seagate confirms 3TB hard disk drive

কিছুদিন ধরেই গুজব শোনা যাচ্ছিল ৩ টেরাবাইটের হার্ডডিস্ক ড্রাইভের। সেটা নিশ্চিত করেছে নির্মাতা সীগেট। তাদের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার বারবারা ক্রেগ বলেছেন এবছর পরের দিকে তারা ৩ টেরাবাইট ধারনক্ষমতার হার্ডডিস্কের ঘোষনা দিতে যাচ্ছেন। বর্তমান ব্যবস্থায় ২.১ টেরাবাইটের বেশি যায়গা ব্যবহার করা যায় না।
১৯৮০ সালে ডিস্কের যায়গা বোঝানোর জন্য লজিক্যাল ব্লক এড্রেসিং (এলবিএ) পদ্ধতি চালু হয়। তখন ৩ টেরাবাইটের কথা মানুষের কল্পনাতে ছিল না। একে পরিবর্তন করে লং এলবিএ ষ্ট্যান্ডার্ড করা হয়েছে। বর্তমানেও কেবলমাত্র ভিসতা এবং উইন্ডোজ ৭ এর ৬৪ বিট ভার্শন নতুন এই পদ্ধতি ব্যবহারে সক্ষম। সেইসাথে কিছু পরিবর্তিত লিনাক্স।

May 18, 2010

মোবাইল ফোনে ১.৩ গিগাহার্টজ প্রসেসর HTC Mondrian to have 1.3GHz processor

পার্সোনাল কম্পিউটারে ১ গিগাহার্টজ, খুব বেশি আগের কথা কি ? এরপর মোবাইল ফোনে ১ গিগাহার্টজ, সে ঘটনাও ঘটেছে। এবার তাকেও ছাড়িয়ে যাওয়ার পালা। নতুন একটি ফোনের খবর পাওয়া গেছে যেখানে ১.৩ গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হচ্ছে। এইচটিসি-র এই ফোনের নাম মন্ড্রিয়ান।
যতদুর জানা গেছে এতে অপারেটিং সিষ্টেম হিসেবে উইন্ডোজ ফোন ৭ ব্যবহার করা হবে। প্রসেসর হিসেবে ১.৩ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ব্যবহার করা হবে যা সিডিএমএ থ্রিজি এবং জিএসএম দুইই ব্যবহার করতে সক্ষম। এর বর্ননায় আরো রয়েছে ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ ডিসপ্লে। এইচটিসি-র এইচডি-২ এবং ইভো ৪জি তে এটাই ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যালকম ওয়াই-ফাই, এফএম রেডিও এবং ডিজিটাল কম্পাস এসবও থাকবে।

লারা ক্রফট এর নতুন গেমের ট্রেইলার First trailer of Lara Croft and the Guardian of Light

লারা ক্রফট নামটি কি মনে আছে ? টুম্ব রেইডার এর প্রধান চরিত্র। গেম ছাড়াও তাকে নিয়ে একবার ছবিও বানানো হয়েছে। এখন নির্মিতব্য আরেকটি গেমের ট্রেইলার প্রকাশ করা হয়েছে। নাম গার্ডিয়ান অব লাইট। এটা টুম্ব রেইডারের পরবর্তী কাহিনী নিয়ে করা হচ্ছে না, বরং নতুনভাবে এর কাহিনী সাজানো হয়েছে।
নতুন এই গেমে লারার একজন সংগি থাকবে যে বিভিন্ন সময় তাকে সাহায্য করবে। একশন এবং ধাধা দুইই থাকবে এতে।
গেমটি পিসি, এক্সবক্স, প্লেষ্টেশনের জন্য পাওয়া যাবে এবছরই। তাদের ওয়েবসাইট http://www.laracroftandtheguardianoflight.com/

মাইক্রোসফট হটমেইলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে Microsoft upgrade aims to make Hotmail cool again

মাইক্রোসফট তাদের বিনামুল্যের ওয়েব ই-মেইল ব্যবস্থা হটমেইলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। তাদের প্রতিদ্বন্দি ইয়াহু কিংবা গুগলের জি-মেইল থেকে উন্নত সেবা দেবার উদ্দেশ্যেই এটা করা হচ্ছে। আগামী জুলাই বা আগষ্টেই নতুন চেহারার হটমেইল পাওয়া যাবে।
নতুন ব্যবস্থায় নিজে থেকেই বিষয় বিবেচনা করে মেইলগুলি শর্ট করবে। মেইলের সাথে ছবি, ভিডিও কিংবা অন্যান্য কিছু থাকলে তার প্রিভিউ দেখা যাবে।

অনলাইনে কাজের সুযোগ Finding online job at oDesk

অনলাইনে আউটসোর্সিং এর কাজ করে যথেষ্ট পরিমান অর্থ উপার্জন করা যায় একথা শুনতে বাকী নেই নিশ্চয়ই। যা বাকি আছে তা হচ্ছে কাজ কোথায় পাবেন, ঠিক কি কাজ করবেন, সেজন্য কোন বিষয়ে কতটুকু দক্ষতা প্রয়োজন, কোন কাজ করে কত টাকা পাবেন। বিষয়গুলি জেনে নিন এখান থেকে।
ছোট কাজের আউটসোর্সিং এর অন্যতম যায়গা ও-ডেস্ক। প্রতি মুহুর্তে আপনার করার জন্য সেখানে রয়েছে হাজার হাজার কাজ । বড় ধরনের প্রোগ্রামিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এনিমেশন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন সব ধরনের কাজ। আপনি যে কোন একটি বিষয়ে দক্ষ হলে সেই বিষয়ে কাজ পাবেন এখান থেকে।

May 17, 2010

৪-জি অয়্যারলেস প্রযুক্তি ধীরগতিতে এগোচ্ছে 4G wireless technology slowly starts out in Scandinavia

গত ডিসেম্বরে সুইডেন এবং নরওয়েতে চালু হওয়া ফোর-জি অয়্যারলেস প্রযুক্তি জনপ্রিয়তা পাচ্ছে ধীর গতিতে। বর্তমানের থ্রিজি থেকে ১০ গুন দ্রুততার এই নেটওয়ার্ক বাধাগ্রস্থ হচ্ছে প্রয়োজনিয় যন্ত্রপাতি না থাকার কারনে। এই বিনিয়োগও প্রয়োজন হয় বেশি। বিশ্লেষকরা বলছেন হিসেব করে অর্থ ব্যয় করাও একটি কারন। মানুষ এখন চিন্তাভাবনা করে তবেই নতুন প্রযুক্তির পেছনে ব্যয় করে।
সুইডেন এবং নরওয়ের কোম্পানী টেলিয়াসোনেরা বিশ্বে প্রথম কোম্পানী হিসেবে ফোরজি নেটওয়ার্ক চালু করে। তাদের অনুমান ষ্টকহোম এবং অসলো থেকে ৪ লক্ষ ব্যবহারকারী পাওয়া যাবে। এখন পর্যন্ত পাওয়া গেছে মাত্র হাজারখানেক।

May 16, 2010

অনলাইনে স্ক্রীন্ট রাইটিং কোর্স Online Education : Script Writing, Online Marketing, Web Design

স্ক্রীপ্ট রাইটার বলতে সম্ভবত আপনি টিভি নাটকের স্ক্রীপ্ট যারা লেখেন তাদেরকেই বোঝেন। কারন বাংলাদেশের স্ক্রীপ্ট বিষয়টি এখানেই সীমাবদ্ধ। সেখানে তৈরী হয়েছে নিজস্ব এক ধারা যার তুলনা একমাত্র টিভি চ্যানেলের নাটকই। কেউ কেউ কখনো বলেন ভাল চলচ্চিত্র তৈরী হয়না ভাল স্ক্রিপ্ট-রাইটার নেই বলে।
আর হলিউডের কথা যদি বলেন, সিনেমা, টিভি-সিরিয়াল, এনিমেশন, গেম তো বটেই, রেসলিং এ কে কি করবে কিংবা অস্কারের পুরস্কার বিতরনী অনুষ্ঠান কিভাবে কি ঘটবে তা লিখে দেন স্ক্রীপ্ট রাইটার। আপনি তেমন কিছুকে পেশা হিসেবে বেছে নিলে কেমন হয় ? একেবারে চমকপ্রদ কিছু করে তাক লাগিয়ে দেবেন সবাইকে! সুনামের সাথেসাথে সাথে অর্থপ্রাপ্তির বিষয় তো আছেই।

সনির আলফা ২৯০ ডিজিটাল এসএলআর Sony Alpha 290 DSLR puts 14 MP CCD sensor

এন্ট্রি লেভেল এবং মিড লেভেল এসএলআর ক্যামেরার মধ্যে অনেকেই পার্থক্য খুজে পেতে গলদঘর্ম হন। কারন একটাই, কিছু ক্যামেরা রয়েছে যাবে যেকোন দলে ফেলা যায়। সনির আলফা সিরিজের ২৯০ এমনই এক ক্যামেরা। তাদের ২৩০ এর পরবর্তী মডেল হিসেবে এটা বাজারে আসছে।
সনি এখনও আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি, তারপরও এ সম্পর্কে জানা যাচ্ছে। এতে ১৪ মেগাপিক্সেল সিসিডি সেন্সর রয়েছে। এছাড়া সরি বিয়ঞ্জ প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে। ডিসপ্লে ২.৭ ইঞ্চি। এতে সর্বোচ্চ ৩২০০ আইএসও ব্যবহার করা যাবে। কন্টিনিউয়াস মোডে ২.৫ ফ্রেম/সে রেকর্ড করা যাবে। এছাড়া আগের ২৩০ মডেলের অন্য সবকিছু অপরিবর্তিত রয়েছে।

ফটোশপ সিএস-৫ কেন ব্যবহার করবেন Photoshop CS5 Review

ইমেজ এডিটিং এর ক্ষেত্রে ইন্ডাষ্ট্রি ষ্টান্ডার্ড, এটাই বলা হয় ফটোশপ সম্পর্কে। যারা বহু বছর ধরে ফটোশপ ব্যবহার করছেন তারা অন্য সফটঅয়্যার ব্যবহারের কথা চিন্তাও করেন না। এমনকি নতুন ভার্শনের খোজ নেয়াও প্রয়োজন মনে করেন না। কেউ ভার্শন ৫ নিয়ে খুশী, কেউ ৭ নিয়ে। তাহলে নতুন করে সিএস-৫ নিয়ে এত মাতামাতি কেন ?
কারন এটা একদিকে নতুন ব্যবহারকারীকে সহজে কাজ করার সুযোগ করে দিয়েছে। কোন টুল কোথায় খুজে বের করার প্রয়োজন নেই, সবই হাতের কাছে, অন্যদিকে আগের টুলগুলি উন্নত করা হয়েছে। ফলে ১০-১৫ বছর ধরে যারা ফটোশপ ব্যবহার করেন তারাও আরো ভালভাবে কাজ করার সুযোগ পাবেন এই ভার্শনে।
পরিবর্তনগুলি বিস্তারিত দেখে নেয়া যাক।

May 15, 2010

সিগমার ১২০-৪০০ মিমি লেন্স Sigma releases 120-400mm f/4.5-5.6 for Sony & Pentax

সিগমার ১২০-৪০০ মিমি জুম লেন্স বর্তমানে ক্যানন, নাইকন এবং সিগমার জন্য পাওয়া যায়। এর সনি এবং পেনট্যাক্স ভার্শন বাজারে আসছে মে মাসের ২১ তারিখে। অপটিক্যাল স্ট্যাবিলাইজরসহ এই আলট্রা টেলিফটো জুমলেন্সের সাথে ১.৪এক্স অথবা ২-এক্স টেলিকনভার্টার ব্যবহার করে ১৬৮-৫৬০ মিমি কিংবা ২৪০-৮০০ মিমি ফোকাল লেন্থ পাওয়া যাবে।
এই লেন্সের বৈশিষ্ট, সিগমার নিজস্ব অপটিক্যাল ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থা, স্পেশাল লো ডিসপার্সন (এসএলডি) গ্লাশ এলিমেন্ট. হাইপারসনিক মোটর (সবসময় ম্যানুয়েল ফোকাস করা যাবে), যেকোন ফোকাল লেন্থে ১৫০ সেমি দুরত্বে ফোকাসে সক্ষমতা।

৪৫ গিগাপিক্সেল ফটোগ্রাফ 45-Gigapixel Photo Sets New Record

বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ছবি কোনটি জানেন কি ? যদি মেগাপিক্সেলে হিসেব করেন তাহলে ভুল করবেন। কারন এই ছবির মাপ ৪৫ গিগাপিক্সেল। এর আগের রেকর্ড ছিল ২৬ গিগাপিক্সেল। জার্মানীর শহর ড্রেসডেনের প্যানারমিক ছবি প্রকাশ করা হয়েছিল গত বড়দিনের সময়। এবার ৪৫ গিগাপিক্সেলের দুবাইয়ের প্যানারমিক ছবি তাকে ছাড়িয়ে গেছে।

May 14, 2010

ক্যাননের ইওএস ৪ কোটি ছাড়িয়েছে Canon Produces 40 Millionth EOS SLR Camera

ক্যানন জানিয়েছে তাদের তৈরী ইওএস সিরিজের ডিজিটাল এবং ফিল্ম এসএলআর ক্যামেরার মোট সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে গেছে। ১৯৮৭ সালে তাদের এফডি সিরিজ বাদ দিয়ে তারা এই সিরিজের সুচনা করে। ১৯৯৭ সালে প্রথম ইএফ লেন্স তৈরী করে তারা। প্রথম ১০ বছরে এই লেন্স তৈরী হয় ১ কোটি। ২০০৩ সালে তা বেড়ে দাড়ায় ২ কোটিতে। এর পরই ডিজিটাল এসএলআরের চাহিদা দ্রুত বাড়তে থাকায় তাদের ক্যামেরার বিক্রির সংখ্যাও দ্রুতহারে বৃদ্ধি পায়। ২০০৭ সালের ডিসেম্বরে ৩ কোটি এবং এখন তা ৪ কোটিতে পৌছুল। এর মধ্যে শুধুমাত্র ইওএস ডিজিটাল সিরিজও বিক্রি হয়েছে ২ কোটি।