টাচফোন এবং ট্যাবলেটে পার্থক্য কোথায় ? বলা কঠিন। অন্তত ডেলের এই ফোন দেখার পর, যার ডিসপ্লে ৫ ইঞ্চি, অনায়াসে ট্যাবলেটের সাথে প্রাতদ্বন্দিতা করতে পারে। এর আগে পর্যন্ত এইচটিসি-র ৪.৩ ইঞ্চি সর্বোচ্চ ছিল। অথবা বিপরীতভাবে একে ট্যাবলেটই বলা যায়, যারসাথে জিএসএম ভয়েস এবং থ্রিজি কানেকটিভিটি রয়েছে।ডেলের ষ্ট্রিক নামের এই ডিভাইস মাত্র ১০ মিমি পুরু। বিশেষভাবে পরিবর্তন করা এন্ড্রয়েড ১.৬ ব্যবহার করা হয়েছে এতে। রয়েছে স্নাপড্রাগন প্রসেসর, ২৫৬ মেগাবাইট র্যাম।
এর ডিসপ্লে ৫ ইঞ্চি টিএফটি, ডব্লিউভিজিএ রেজুলুশন (৮০০-৪৮০) সাথে মাল্টিটাচ সাপোর্ট। সাথে বিল্টইন জিপিএস রিসিভার এবং গুগল ম্যাপ।
অন্যান্যদের মধ্যে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, ডুয়াল লিড ফ্লাশ, ভিডিও কলের জন্য সেকেন্ডারী ক্যামেরা। এছাড়া এইচডিএমআই পোর্টও রয়েছে।

No comments:
Post a Comment