ফটোগ্রাফি বিষয়ক অনলাইন পত্রিকার ২৮তম সংখ্যা ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। স্কীন সফটেনিং, ওয়েব গ্যালারীর জন্য ডিজিটাল ফ্রেম তৈরী ইত্যাদির টিউটোরিয়াল ছাড়াও ব্যক্তিগত ব্লগ ব্যবহার করে কিভাবে অর্থ উপার্জন করা যায়, ফটোগ্রাফি বিষয়ক কাজ কিভাবে করা যায় সে সম্পর্কে জানানো হয়েছে। ফটোগ্রাফি এরাউন্ড ওয়ার্ল্ড সিরিজে নিউজিল্যান্ড এর জনপ্রিয় সাইকেল চালানোর যায়গা ওটাগো রেল ট্রেইল সম্পর্কে প্রতিবদন রয়েছে। এসএলআর এর পাশাপাশি সাধারন পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা কতটা কাজে লাগতে পারে সেবিষয়ে প্রতিবেদন রয়েছে।
ফটোগ্রাফি_বিবি ওয়েবসাইট থেকে এই সংখ্যা এবং আগের যে কোন সংখ্যা ডাউনলোড করা যবে। তাদের ঠিকানা
No comments:
Post a Comment