পড়ে গেলে ভাঙবে না, পানিতে ভিজলে কিছু হবে না, অনেকদিন ধরেই এমন ল্যাপটপ তৈরী করছে প্যানাসনিক। টাফবুক নামের এই সিরিজের নতুন আরেকটি মডেল ঘোষনা করেছে তারা। টাফবুক ১৯ নামের এই ল্যাপটপ ৬ ফুট উচু থেকে পড়লেও কোন ক্ষতি হবে না। এছাড়া ধুলাবালি বা পানির সাধ্য নেই এর ক্ষতি করে। ১০.৪ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ১.২ গিগাহার্টজ ইন্টেল আই-৫ প্রসেসর (টারবো বুষ্ট মোডে ২ গিগাহার্টজ কাজ করে) ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম এবং ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক রয়েছে।
ল্যাপটপকে যখন ঝড়বৃষ্টি-পানিরোধক তৈরী করা হয় তখন ধরে নেয়াই যায় দুর্গম অঞ্চলে ব্যবহারের কথা মাথায় রাখা হয়েছে। এতে ওয়াইফাই বি/জি/এন ছাড়াও অপশনাল গোবি এবং ওয়াইম্যাক্সের ব্যবস্থা রয়েছে। এছাড়া ব্লুটুথ, ইউএসবি এসব তো আছেই। এর ওজন ২.৩ কেজি। ১০ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপের জন্য যথেষ্ট বেশি।
হাতে যথেষ্ট পরিমান টাকা থাকলে কিনে ফেলতে পারেন। এর দাম ৩৪০০ ডলার।
No comments:
Post a Comment