ডেস্কটপের ক্ষেত্রে ইন্টেলের আধিপত্য থাকলেও নেটবুকের ক্ষেত্রে এএমডি কিংবা আরমের সাথে ইন্টেলকে রীতিমত প্রতিদ্বন্দিতা করতে হয়। তারা এরই মধ্যে ডুয়াল-কোর প্রসেসর বাজারে এনেছে অথবা আনার কথা জানিয়েছে। কাজেই ইন্টেলের এপথে না গিয়ে উপায় ছিল না।
এটম প্রসেসর হিসেবে খুব শক্তিশালি না। তারওপর যেভাবে সফটঅয়্যার মাল্টিথ্রেড ব্যবহার করছে সেখানে ডুয়াল-কোর কিছুটা সুবিধে দিতে পারে।
বর্তমান নেটবুক নির্মাতাদের ইন্টেলের একটি নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মে স্ক্রীন ১০ ইঞ্চির বেশি করা যাবে না। নতুন ডুয়াল কোর প্রসেসর ব্যবহার করলে এই সীমাবদ্ধতা ধাকবে না। অনায়াসে কমদামে আরো বড় স্ক্রীনের নেটবুক বানানো যাবে।
এছাড়া এতে ডিডিআর-৩ র্যাম ব্যবহার করা যাবে। বর্তমানে ডিডিআর-২ ব্যবহার করা হয়।
No comments:
Post a Comment