এর নির্মাতা প্রাগনেস এবং অশোক আশা করেন এটা সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে আগ্রহী করবে। হ্যান্ডেল থেকে হাত না সরিয়েই ফোন ব্যবহারের সুযোগ রয়েছে এতে। তারা এর পেটেন্ট করবেন বলে জানিয়েছেন এবং বানিজ্যিকভাবে তৈরীর পর প্রতিটি হেলমেট ২২ ডলারে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন।
অনেকেই এতে খুশি হননি। কারো বক্তব্য হেলমেটের মুল কাজ দুর্ঘটনার সময় রক্ষা করা। এতে সোলার সেল বসালে সেফটি ষ্ট্যান্ডার্ড ঠিক রাখা কঠিন হবে। ধাতব পদার্থ, প্লাষ্টিক ইত্যাদির সমম্বয় করে একদিকে আরামদায়ক অন্যদিকে হাল্কা এবং সহনশীল হেলমেট তৈরী করা কঠিন হবে, গেলমেট থেকে সেট পর্যন্ত ব্যবহার করা তার নিজেই দুর্ঘটনা ঘটাতে পারে ইত্যাদি ইত্যাদি।
তবে সকলেই বলছেন এটা একটা ভাল ধারনা। লেগে থাকলে একসময় ব্যবহারযোগ্য কিছু বানানো সম্ভব।
No comments:
Post a Comment