১৯৮০ সালে ডিস্কের যায়গা বোঝানোর জন্য লজিক্যাল ব্লক এড্রেসিং (এলবিএ) পদ্ধতি চালু হয়। তখন ৩ টেরাবাইটের কথা মানুষের কল্পনাতে ছিল না। একে পরিবর্তন করে লং এলবিএ ষ্ট্যান্ডার্ড করা হয়েছে। বর্তমানেও কেবলমাত্র ভিসতা এবং উইন্ডোজ ৭ এর ৬৪ বিট ভার্শন নতুন এই পদ্ধতি ব্যবহারে সক্ষম। সেইসাথে কিছু পরিবর্তিত লিনাক্স।
বর্তমানে একটি পার্টিশন সর্বোচ্চ ২.১ টেরাবাইট হতে পারে। সেক্ষেত্রেও পরিবর্তন প্রয়োজন। নতুন এই পদ্ধতিতে মাষ্টার পার্টিশনের জন্য জিইউআইডি পার্টিশন টেবল (জিপিটি) ব্যবহার করা প্রয়োজন হবে।
আশা করা যায় ৩ টেরাবাইট ডিস্ক বাজারে আসার আগেই এই বিষয়গুলি ব্যবহারযোগ্য পর্যায়ে আনা হবে।
No comments:
Post a Comment