যতদুর জানা গেছে এতে অপারেটিং সিষ্টেম হিসেবে উইন্ডোজ ফোন ৭ ব্যবহার করা হবে। প্রসেসর হিসেবে ১.৩ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ব্যবহার করা হবে যা সিডিএমএ থ্রিজি এবং জিএসএম দুইই ব্যবহার করতে সক্ষম। এর বর্ননায় আরো রয়েছে ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ ডিসপ্লে। এইচটিসি-র এইচডি-২ এবং ইভো ৪জি তে এটাই ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যালকম ওয়াই-ফাই, এফএম রেডিও এবং ডিজিটাল কম্পাস এসবও থাকবে।
ছবিতে যা দেখা গেছে (ক্যামেরায় উঠানো ছবি না, থ্রিডি মডেল) তাতে এতে এন্ড্রয়েড এর বদলে উইন্ডোজ অপারেটিং সিষ্টেম ব্যবহারের সম্ভাবনা বেশি।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর কথা জানানো হয়নি।
No comments:
Post a Comment