এই ক্যামেরা প্রথম তৈরী শুরু হয় ক্যাননের ফুকুসিমা প্লান্টে (বর্তমানে ক্যানন ফুকুসিমা ইনক), পরে স্থানান্তর করা হয় তাইওয়ানে। গত মার্চে তা সরিয়ে নেয়া হয় নাগাসাকিতে।
ইওএস (ইলেকট্রো অপটিক্যাল সিষ্টেম) কে গ্রীক দেবীর নামানুসারে উচ্চারন করা হয় ই-ওস। এই সিরিজের সবচেয়ে উচুতে প্রফেশনাল ক্যামেরা ইওএস-১ যাত্রা শুরু করে ১৯৮৯ সালে। ছোট আকারের কমদামের ক্যামেরা ইওএস ১০০০ প্রথম তৈরী হয় ১৯৯০ সালে। ক্যাননের জনপ্রিয়তার শুরু তখন থেকেই। পরবর্তীতে ডিজিটাল রেবেল নামে নতুন আরেকটি সিরিজ যোগ করা হয়। বর্তমানে এন্ট্রি লেভেল ডিজিটাল এসএলআরের ক্ষেত্রে এই সিরিজের ৫৫০ডি সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা।
No comments:
Post a Comment