ছবিটি উঠানো হয়েছে ক্যানন ৭-ডি ক্যামেরা এবং ১০০-৪০০ মিমি লেন্স ব্যবহার করে। গিগাপ্যান এপিক প্রো রোবোটিক ক্যামেরা ষ্ট্যান্ড ব্যবহার করা হয়েছে অনেকগুলি ছবি উঠানোর কাজে। তারপর সেগুলিকে একসাথে জুড়ে দেয়া হয়েছে। ছবির সংখ্যা ৪,২৫০। নতুন এই রেকর্ড গড়তে সময় লেগেছে সাড়ে ৩ ঘন্টা।
ফটোগ্রাফার জেরাল্ড ডোনোভ্যান ছবিটি রেখেছেন গিগাপ্যান ওয়েবসাইটে। কে জানে, সেটা দেখে নিজের শহরের একটা ছবি উঠানোর ইচ্ছে জাগতেও পারে।
তাদের ওয়েব সাইট : http://www.gigapan.org/gigapans/48492/
No comments:
Post a Comment