May 15, 2010

৪৫ গিগাপিক্সেল ফটোগ্রাফ 45-Gigapixel Photo Sets New Record

বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ছবি কোনটি জানেন কি ? যদি মেগাপিক্সেলে হিসেব করেন তাহলে ভুল করবেন। কারন এই ছবির মাপ ৪৫ গিগাপিক্সেল। এর আগের রেকর্ড ছিল ২৬ গিগাপিক্সেল। জার্মানীর শহর ড্রেসডেনের প্যানারমিক ছবি প্রকাশ করা হয়েছিল গত বড়দিনের সময়। এবার ৪৫ গিগাপিক্সেলের দুবাইয়ের প্যানারমিক ছবি তাকে ছাড়িয়ে গেছে।
ছবিটি উঠানো হয়েছে ক্যানন ৭-ডি ক্যামেরা এবং ১০০-৪০০ মিমি লেন্স ব্যবহার করে। গিগাপ্যান এপিক প্রো রোবোটিক ক্যামেরা ষ্ট্যান্ড ব্যবহার করা হয়েছে অনেকগুলি ছবি উঠানোর কাজে। তারপর সেগুলিকে একসাথে জুড়ে দেয়া হয়েছে। ছবির সংখ্যা ৪,২৫০। নতুন এই রেকর্ড গড়তে সময় লেগেছে সাড়ে ৩ ঘন্টা।
ফটোগ্রাফার জেরাল্ড ডোনোভ্যান ছবিটি রেখেছেন গিগাপ্যান ওয়েবসাইটে। কে জানে, সেটা দেখে নিজের শহরের একটা ছবি উঠানোর ইচ্ছে জাগতেও পারে।
তাদের ওয়েব সাইট : http://www.gigapan.org/gigapans/48492/

No comments:

Post a Comment