May 14, 2010

অনলাইন বিজ্ঞাপন ব্যবসা বেড়েই চলেছে Online ad sales rose 7 percent

ইন্টারনেটে বিজ্ঞাপন বিক্রির পরিমান বছরের প্রথম ৩ মাসে বেড়েছে ৭ শতাংশ। প্রায় ৬০০ কোটি ডলারের দ্বারপ্রান্তে পৌছেছে ৩ মাসের আয়। আগের যেকোন সময়ের চেয়ে এটা বেশি। জানাচ্ছে ইন্টারএকটিভ এডভার্টাইজিং ব্যুরো।
মন্দা কাটিয়ে ওঠার পর ক্রেতারা যখন কেনাকাটায় আগ্রহ দেখাচ্ছে তখন বিজ্ঞাপনের পরিমানও বাড়ছে। বিশেষ করে যারা অনলাইনে খুচরা বিক্রি করেন। ২০০৯ সালে আমেরিকায় মোট খুচরা বিক্রির ২০ ভাগ বিক্রি হয়েছে এই খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে।
এবছর অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়ের পরিমান আড়াই হাজার কোটি ডলারের বেশি হবে বলে ভবিষ্যতবানী করা হয়েছে। গতবছরের তুলনায় তা ১০ শতাংশ বেশি। গতবছর মন্দার কারনে গত ৭ বছরে প্রথমবারের মত অনলাইন বিজ্ঞাপনের পরিমান কমে যায় এবং বছর শেষ হয় ৩.৪ ভাগ কমে, ২২৭০ কোটি ডলারে।
এধরনের প্রবৃদ্ধিতে সাধারনভাবে এরসাথে জড়িত সকলেই লাভবান হন, কিন্তু সবচেয়ে বেশি লাভের মুখ দেখে গুগল।

No comments:

Post a Comment