মাইক্রোসফট তাদের উইন্ডোজ অফিস মোবাইল এর নতুন ভার্শন ২০১০ ঘোষনা করেছে। যারা উইন্ডোজ মোবাইল ৬.৫ ব্যবহার করেন তারা বিনামুল্যে উইন্ডোজ ফোন মার্কেটপ্লেস থেকে আপগ্রেড করার সুযোগ পাবেন। এতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়ান-নোট সফটঅয়্যার রয়েছে। এই সফটঅয়্যার ব্যবহার করে মোবাইল ফোনেই এতে তৈরী ডকুমেন্ট এডিট করা যাবে।
সফটঅয়্যার ব্যবহারের জন আপনাকে উইনমো ৬.৫ ব্যবহার করা ডিভাইস থেকে উইন্ডোজ মার্কেটপ্লেস সাইটে যেতে হবে। এরপর অনায়াসেই পিসির মত মাইক্রোসফট অফিসের মত সেখানেই নতুন ডকুমেন্ট তৈরী বা এডিট করার সুযোগ পাবেন।
উল্লেখ করা যেতে পারে গত নভেম্বরে এর বেটা ভার্শন দেয়া হয়েছিল।
No comments:
Post a Comment