এখন পর্যন্ত দ্রুতগতির ফোর-জি কানেকটিভিটির কোন হ্যান্ডসেট নেই। জুনেই ৪ তারিখে ফোর-জি ফোন বাজারে ছাড়তে যাচ্ছে এইচটিসি। তাদের ফোনের নাম এইটিসি এভো ৪-জি। স্প্রিন্ট এর মাধ্যমে আমেরিকায় যাত্রা শুরু করতে যাচ্ছে এটা। দাম ১৯৯.৯৯ ডলার। এছাড়া বেষ্টবাই, ওয়ালমার্ট এদের মাধ্যমেও বিক্রি করা হবে। সরাসরি দাম ৪৫০ ডলার।এন্ড্রয়েড ভিত্তিক এই ফোন থ্রিজি-ফোরজি, ওয়াইফাই সব ধরনের নেটওয়ার্কে কাজ করবে এবং একসাথে ৮টি পর্যন্ত ডিভাএসর সাথে কানেক্ট হতে পারে। সেটটিতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন প্রসেসর, এন্ড্রয়েড ২.১, ৪.৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন রয়েছে। ভিডিও কনফারেন্সিং এর জন্য সামনের দিকে ক্যামেরা রয়েছে। আর যারা ভিডিও পছন্দ করেন তাদের জন্য রয়েছে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং এইচডিএমআই পোর্ট। আর যারা গেম পছন্দ করেন তারা এতেই থ্রিডি গেম খেলার সুযোগ পাবেন।
No comments:
Post a Comment