এন্ট্রি লেভেল এবং মিড লেভেল এসএলআর ক্যামেরার মধ্যে অনেকেই পার্থক্য খুজে পেতে গলদঘর্ম হন। কারন একটাই, কিছু ক্যামেরা রয়েছে যাবে যেকোন দলে ফেলা যায়। সনির আলফা সিরিজের ২৯০ এমনই এক ক্যামেরা। তাদের ২৩০ এর পরবর্তী মডেল হিসেবে এটা বাজারে আসছে।সনি এখনও আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি, তারপরও এ সম্পর্কে জানা যাচ্ছে। এতে ১৪ মেগাপিক্সেল সিসিডি সেন্সর রয়েছে। এছাড়া সরি বিয়ঞ্জ প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে। ডিসপ্লে ২.৭ ইঞ্চি। এতে সর্বোচ্চ ৩২০০ আইএসও ব্যবহার করা যাবে। কন্টিনিউয়াস মোডে ২.৫ ফ্রেম/সে রেকর্ড করা যাবে। এছাড়া আগের ২৩০ মডেলের অন্য সবকিছু অপরিবর্তিত রয়েছে।
১৮-৫৫ মিমি কিটলেন্স সহ এর দাম ৫৩০ ডলার হবে বলে জানা গেছে।
No comments:
Post a Comment