আর হলিউডের কথা যদি বলেন, সিনেমা, টিভি-সিরিয়াল, এনিমেশন, গেম তো বটেই, রেসলিং এ কে কি করবে কিংবা অস্কারের পুরস্কার বিতরনী অনুষ্ঠান কিভাবে কি ঘটবে তা লিখে দেন স্ক্রীপ্ট রাইটার। আপনি তেমন কিছুকে পেশা হিসেবে বেছে নিলে কেমন হয় ? একেবারে চমকপ্রদ কিছু করে তাক লাগিয়ে দেবেন সবাইকে! সুনামের সাথেসাথে সাথে অর্থপ্রাপ্তির বিষয় তো আছেই।
ফুল সেইল ইউনিভার্সিটি এধরনের ১ বছরের অনলাইন কোর্স অফার করেছে স্ক্রিপ্ট রাইটিং এর। কোর্সের নাম, ক্রিয়েটিভ রাইটিং, মাষ্টার অব ফাইন আর্টস। তাদের বক্তব্য; এর মাধ্যমে আপনি রাইটার/প্রডিউসার, ষ্টোরি আর্টিষ্ট, স্ক্রিফ্ট এডিটর, স্ক্রিন রাইটার, প্রোগ্রাম রাইটার ইত্যাদি কাজের যোগ্যতা অর্জন করবেন।
এদের ইন্টারনেট মার্কেটিং, ওয়েব ডিজাইন সহ অনেকগুলি অনলাইন কোর্স রয়েছে। তাদের ওয়েবসাইটে আপনার তথ্য দিয়ে বিনামুল্যে বিস্তারিত তথ্য পেতে পারেন
আরো অনেক প্রতিষ্ঠানই এধরনের নানা বিষয়ে অনলাইনে শিক্ষা দেয়। যারা অনলাইনে কিছু করার চেষ্টা করছেন তারা এভাবে বিশেষ কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন।
No comments:
Post a Comment