ছবিতে যা দেখা যাচ্ছে তাতে শুধু ইন্টেলের কোর-টু ডুয়ো প্রসেসরই ব্যবহার করা হয়নি, এরপরও এর ব্যাটারী কাজ করবে ১০ ঘন্টা। এরসাথে ব্যবহারের জন্য একটি ডকিং ষ্টেশন এবং কিবোর্ডও পাওয়া যাবে।
এর বাইরে অন্য তথ্য এখনো জানা যায়নি। এর দাম হতে পারে ৪০০ থেকে ৫০০ ডলার। আগামী বছরের শুরুতেই বাজারে পাওয়া যাবে।
এর বাইরে অন্য তথ্য এখনো জানা যায়নি।
এর প্রতিদ্বন্দি সহসা পাওয়া যাবে এমন কোন লক্ষন এখনো দেখা যায়নি।
No comments:
Post a Comment