১২ মেগাপিক্সেল সেন্সরের এই ক্যামেরায় আগের মডেলের ১০ এক্স থেকে জুম বাড়িয়ে ১৫ এক্স (২৪-৩৬০ মিমি) করা হয়েছে। ভিডিও করার সময় পুরো জুম ব্যবহার করা যাবে। ভিডিও করার মাঝখানে থামিয়ে পুনরায় রেকর্ডিং চালু করার ব্যবস্থা রয়েছে এতে। ফলে পুরোপুরি বন্ধ না করেই অপ্রয়োজনীয় ভিডিও রেকর্ড এড়ানো যাবে। ১২৮০-৭২০ (৩০ ফ্রেম/সে), ৬৪০-৪৮০ কিংবা ৩২০-২৪০ রেজ্যুলুশনে ভিডিও করা যাবে এতে।
এর স্মার্ট ফেস রিকগনিশন প্রযুক্তি ২০টি চেহারা যাচাই করে ফোকাস এবং এক্সপোজার ঠিক করতে পারে। যাদের ছবি বেশি উঠানো হয়েছে তাদের পৃথমভাবে শনাক্ত করতে পারে। আর বিউটি মোডে ছবি উঠানোর সময় নিজে থেকেই মুখের দাগ মুছে দিতে পারে।
অন্যান্য সাধারন মোডের পাশাপাশি একে নাইট, টেক্সট, চিলড্রেন, সানসেট, ব্যাকলাইট ইত্যাদি মোড রয়েছে বিশেষ পরিস্থিতিতে ছবি উঠানোর জন্য।
হাই ডেফিনিশন টিভির সাথে সংযোগ দেয়ার জন্য এতে এইচডিএমআই পোর্ট রয়েছে। এছাড়া ইউএসবি এবং এভি পোর্ট রয়েছে। এতে এসডি/এসডিএইচসি/এএসডিএক্সসি মেমোরী কার্ড ব্যবহার করা যাবে। ব্যাটারীর একচার্জে ২৭৫ ছবি উঠানো যাবে।
কালোসহ তিনটি ভিন্ন রঙে ক্যামেরাটি পাওয়া যাবে। দাম ২৮০ ডলার।
No comments:
Post a Comment