সনি একধরনের অর্গানিক লাইট এমিটিং ডায়োড (ওলিড) ডিসপ্লে তৈরী করেছে যা এতটাই পাতলা যে কাগজের মত মোড়ানো যাবে এবং সেই অবস্থাতেও কাজ করবে। মোটামুটি একটি কলম বা পেনসিলের আকৃতি পর্যন্ত পাকানোর পরও এই ডিসপ্লেতে ছবি দেখা যাবে। সনি একটি ভিডিওতে এর নমুনা দেখিয়েছে।৪.১ ইঞ্চি এই ডিসপ্লের রেজ্যুলুশন ৪৩২-২৪০ পিক্সেল (১২১ পিক্সেল/ইঞ্চি)। অল্পদিনের মধ্যেই এটা বিক্রি শুরু হবে। এসপ্তাহেই এর পুরো প্রদর্শনীর আয়োজন করবে সনি।
২০০৯ এর কনজুমার ইলেকট্রনিক্স শোতে এধরনের পাতলা ডিসপ্লে তৈরী কথা জানায় সনি। অবশ্য সনি একাই এই বিষয়ে কাজ করছে এমন না। জেনারেল ইলেকট্রিক, ডাই নিপ্পন এরাও কাজ করছে এধরনের ডিসপ্লে নিয়ে।
No comments:
Post a Comment