May 27, 2010

গেম এবং মুভির জন্য রেটিং Rating for Movies and Video Games

গেম কিংবা মুভির সিডি-ডিভিডি কেনার সময় রেটিং নামের একটি বিষয় হয়ত লক্ষ্য করেছেন। পশ্চিমা দেশগুলিতে একধরনের রেটিং বাধ্যতামুলক। রেটিং দেখে একজন ধারনা করতে পারেন কোন ধরনের দর্শকের জন্য কোন ভিডিও উপযোগি কিংবা কোন ভিডিও গেম কোন বয়সেরর জন্য উপযোগি।
মুলত সহিংসতা, খারাপ ভাষা, গালাগালি এবং যৌনতা এই বিষয়গুলি যেন শিশুদের প্রভাবিত না করে সে উদ্দেশ্যেই এটা করা হয়। ভিডিও এবং গেমের রেটিং কি জেনে রাখুন।
আমেরিকায় মোশন পিকচার এসোসিয়েশন অব আমেরিকা যে রেটিং ব্যবহার করে তা হচ্ছে;
G জেনারেল অডিয়েন্স। সকলের জন্য উপযোগি।
PG প্যারেনটাল গাইডেন্স। কিছু বিষয় শিশুর একা দেখা উচিত হবে না। সাথে অভিভাবক থাকা প্রয়োজন।
PG-13 ১৩ বছরের কম বয়সী শিশুদের সাথে অবশ্যই অভিভাবক থাকতে হবে।
R রেসট্রিকটেড। ১৭ বছরের কম বয়সীদের সাথে অভিভাবক বা বয়স্ক কেউ থাকতে হবে।
NC-17 ১৭ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ।
ভিডিও গেমের ক্ষেত্রে একধরনের প্রতিক ব্যবহার করা হয়। এটা নিয়ন্ত্রন করে এন্টারটেইনমেন্ট সফটঅয়্যার রেটিং বোর্ড (ইএসআরবি)। তাদের রেটিং হচ্ছে
Early Childhood ৩ বছর বা তারচেয়ে বয়সী শিশুদের জন্য। এতে এমনকিছু নেই যা নিয়ে অভিভাবকদের চিন্তিত হতে হয়।



Everyone সকলের জন্য। মুলত ৬ বছর থেকে বয়সীদের জন্য। 




Everyone 10+ ১০ বছর এবং তারচেয়ে বেশি বয়সীদের জন্য। এতে কিছু সহিংসতা কিংবা কিছুটা আক্রমনাত্মক ভাষা থাকতে পারে।


 
Teen ১৩ বছর কিংবা তারচেয়ে বেশি বয়সীদের জন্য। এতে সহিংসতা, অল্প পরিমান রক্তপাত, জুয়াখেলা, বিদ্রুপ ইত্যাদি থাকতে পারে।


Mature ১৭ বছর থেকে বেশি বয়সিদের জন্য। এতে সহিংসতা, রক্তপাত, গালাগালি, যৌনতা  ইত্যাদি বিষয় থাকতে পারে।


Adults Only ১৮ বছরের নিচে খেলা যাবে না।



আপনার পরিবারের কোন শিশুর মানষিক বৃদ্ধিতে ক্ষতিকর প্রভাব পড়ুক সেটা নিশ্চয়ই আপনি চান না। তার হাতে ভিডিও গেম কিংবা ভিডিও দেয়ার আগে বিষয়টির দিকে লক্ষ্য রাখুন।

No comments:

Post a Comment