সম্ভব। গুগল আর্থ এই ব্যবস্থা চালু করেছে। প্রথম শহর হিসেবে আত্মপ্রকাশ করেছে ষ্টকহোম। তালিকায় এরপর রয়েছে নিউইয়র্ক এবং মাদ্রিদ। আপাতত আপনি নিজের ব্রাউজার ব্যবহার করে দেখে নিতে পারেন স্টকহোমের চেহারা। এজন্য অবশ্য একটি প্লাগইন ডাউনলোড করে নিতে হবে।শহরের রাস্তা দেখানো বিষয়ে ইউরোপের অনেক দেশেরই আপত্তি রয়েছে। তার অর্থ এই না যে গুগল কাজ বন্ধ করে বসে রয়েছে। ছবিতে থ্রিডির নমুনা অন্তত দেখতে পারেন।
আপনি ঘরে বসেই যে কোন যায়গার নির্দিষ্ট বাড়ি দেখার সুযোগ পাবেন থ্রিডিতে। কিংবা অন্য কেউ দেখবে আপনার বাড়ি।
No comments:
Post a Comment