ডুয়াল কোর এটম প্রসেসরের ঘোষনা দেয়া হয়ে গেছে। এরই মধ্যে ইন্টেল জানিয়েছে তারা আরো কিছু নতুন প্রসেসর বাজারে আনতে যাচ্ছে। ল্যাপটপ এবং ট্যাবলেটের জন্য এই প্রসেসরগুলির মধ্যে রয়েছে কোয়াড কোর মোবাইল প্রসেসর। আরো নির্দিষ্টভাবে বললে তাদের কোর-আই-৭ প্রসেসরকে আনতে যাচ্ছে একেবারে পাতলা নোটবুকের জন্য।ল্যাপটপের জন্য i7-740QM এবং i7-840QM প্রসেসর এর প্রথমটির ক্লকস্পিড ১.৭ গিগাহার্টজ, টারবো বুষ্ট মোডে ২.৯৯ গিগাহার্টজ ব্যবহার করবে, পরেরটি ১.৮৬ গিগাহার্টজ, টারবো বুষ্ট মোডে ৩.২ গিগাহার্টজ কাজ করবে।
যারা আরো বেশি শক্তিশালী কম্পিউটার খোজ করেন তাদের জন্য আরেকটা সুখবর, এতে আনলকড মাল্টিপ্লায়ার ব্যবহার করা হচ্ছে। এরফলে ওভারক্লকিং ব্যবহার করা যাবে। এতদিন এএমডি এটা ব্যবহার করলেও ইন্টেল বিষয়টি নিজেদের নিয়ন্ত্রনে রেখেছে।
এছাড়া এমাসেই তাদের ডুয়াল কোর i5-655K এবং কোয়াড কোর i7-875K প্রসেসর বাজারে আসার কথা। এদের প্রথমটির দাম ২৩০ ডলার, পরেরটি ৩৭০ ডলার।
No comments:
Post a Comment