টাচ ডিসপ্লের এই ফোন সম্পর্কে অন্য যাকিছু জানা গেছে তা হচ্ছে এতে ওয়াই-ফাই এবং থ্রিজি সাপোর্ট থাকবে। অপারেটিং সিষ্টেম কি নির্দিষ্ট করে জানা না গেলেও ধারনা করা হচ্ছে কোন এক ধরনের এন্ড্রয়েড। জুনেই কম্যুনিক-এশিয়া ২০১০ এ এর উদ্বোধন করার কথা।
এলটেক নামটি অনেক ব্যবহারকারীর কাছে অপরিচিত মনে হতে পারে। এরা মুলত অন্য কোম্পানীর হয়ে ক্যামেরা তৈরী করে এবং সেগুলি অন্য কোম্পানীর নামেই বিক্রি হয়। তাদের নাম অপরিচিতই থেকে যায় ব্যবহারকারীর কাছে।
No comments:
Post a Comment