এর আগে এলজির একটি ফোনে (জিডব্লিউ৯১০) ব্যবহার করেও ভাল ফল পাওয়া গেছে। মনে হচ্ছে উইন্ডোজ ফোন ৭ এর কাজ দ্রুতই এগিয়ে চলেছে।
এদিকে স্যামসাং-এর আরেক আলোচিত ফোন আই-৯০০০ গ্যালাক্সি এস ফোনে ভিডিও প্লে করে ব্যাটারী পরীক্ষা করে দেখানো হয়েছে। বিশাল আকারের ডিসপ্লের এই ফোনে সাড়ে ৭ ঘন্টার ভিডিও প্লে করা সম্ভব হয়েছে যা অনেক সমালোচকের মুখ বন্ধ করেছে। বলা হচ্ছে ভিডিও দেখার জন্য এটা এযাবতকালের সবচেয়ে ভাল ফোন। খুব দ্রুতই এটা বাজারে আসার কথা।
তাদের অমনিয়া ফোন মাড়ে ৫ ঘন্টার ভিডিও দেখাতে মক্ষম হলেও গ্যালাক্সি এস থেকে পিছিয়ে রয়েছে।
No comments:
Post a Comment