প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর বয়স ১৯ বছরের বেশি হতে হবে। পোর্টফোলিও (কয়েকটি ধারাবাহিক ছবি) জমা দিয়ে অংশ নেয়া ছাড়াও মোট তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে। এদের একটি ওয়ান শট। এর থিম এ্যাডভেঞ্চার। আরেকটি ফার্ষ্ট শট, এর থিম ফেষ্টিভ্যাল অব কালারস।
আরো কম বয়সীদের জন্য রয়েছে নিউ ট্যালেন্ট এওয়ার্ড। থিম : সেল ইট। এদের দুটি ভাগ রয়েছে। একটি ১৪ বা তার কম বয়সীদের, অন্যটি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য।
প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ফি দিতে হয়। বিভাগ অনুযায়ী ১৫/১০/২০ পাউন্ড। অংশ নেয়ার শেষ তারিখ অক্টোবরের ৯ তারিখ। এবছরই ডিসেম্বরে বিজয়ী ঘোষনা করা হবে।
আরো জানা জন্য তাদের ওয়েবসাইট দেখুন http:// www.tpoty.com
No comments:
Post a Comment