এন্ড্রয়েড ব্যবহারকারীরা অনেকদিন থেকে অপেক্ষায় ছিলেন বিনামুল্যের একটি শক্তিশালী পিডিএফ রিডারের। গত সপ্তাহের গুগলের বার্ষিক কনফারেন্সে এবিষয়ে এডবি পিডিএফ রিডারের কথা জানানো হয়। এখন সেটা এন্ড্রয়েড মার্কেটপ্লেসে ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। সীমাবদ্ধতা একটাই, এজন্য সবশেষ ভার্শন এন্ড্রয়েড ব্যবহার করতে হবে।এর সাহায্যে খুব সহজে পিডিএফ ওপেন করা, ঘুরানো, জুম করা এবং টেক্সট সাইজ পরিবর্তনের একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বড় আকারের ছবি সম্বলিত ডকুমেন্ট হলেও সমস্যা নেই। রীতিমত কম্পিউটারের মতই খুব সহজে ব্যবহার করা যাবে মোবাইল ফোনে। একমাত্র জুম ইন/আউটের সময় পিসির তুলনায় কিছুটা ধীরগতির মনে হয়।
সফটঅয়্যারটি ৪.৩ মেগাবাইট, পিডিএফ রিডার হিসেবে যথেস্ট বড়। উল্লেখ করা যেতে পারে গুগল নেক্সাস ওয়ানের সাথে যে ফ্রি ফার্শন দেয়া হয় সেটচা মাত্র ৩৬ কিলোবাইট।
নতুন এই রিডার ব্যবহার করতে এন্ড্রয়েড ২.১ অথবা পরবর্তী ভার্শন প্রয়োজন হবে।
No comments:
Post a Comment