April 30, 2010

ফটোগ্রাফি ব্লগারদের জন্য ই-বুক Free Blog Guide for Photographers

আপনি যদি ফটোগ্রাফি নিয়ে ব্লগ করতে চান, অথবা ইতিমধ্যেই এধরনের ব্লগ থাকে তাহলে বিভিন্ন বিষয়ে আরো জানার জন্য পেতে পারেন বিনামুল্যের ফটোগ্রাফি ব্লগ হ্যান্ডবুক। বইটি প্রকাশ করেছে ফটোগ্রাফি ওয়েবসাইট, ফটোবিক্রেতা এবং সংরক্ষন সংস্থা ফটোসেল্টার। সৌখিন ফটোগ্রাফাররা যেমন তাদের ছবি শেয়ার করার পরামর্শ পাবেন তেমনি প্রফেশনাল ফটোগ্রাফারও পাবেন ছবি বিক্রির পদ্ধতি সম্পর্কে জ্ঞান।

নাসার জন্য ক্যামেরা তৈরী করছেন জেমস ক্যামেরন James Cameron building 3D cam for Mars rover

অস্কার বিজয়ী অবতারের পরিচালক জেমস ক্যামেরন আমেরিকার মহাকাশ গবেষনা সংস্থা নাসার জন্য থ্রিডি ক্যামেরা তৈরী করছেন। আগামী মঙ্গল অভিযানে এই ক্যামেরা ব্যবহার করা হবে। ক্যামেরন আশা করেন এই ক্যামেরার সাহায্যে উচু মানের থ্রিডি ছবির সাহায্যে মঙ্গলের সত্যিকারের চেহারা তুলে ধরা যাবে সাধারনের সামনে।
ক্যামেরা তৈরীর জন্য ক্যামেরন কাজ করছেন সান ডিয়াগোর মালিন স্পেস সাইন্স সিস্টেমস-এ। এরই মধ্যে নাসার জন্য ৩৪মিমি এবং ১০০ মিমি ফিক্সড ফোকাল লেন্থ লেন্স সরবরাহ করা হয়েছে নাসার কাছে। অবতার তৈরীর সময় ক্যামেরন হাল্কা ওজনের থ্রিডি ক্যামেরা তৈরী করে নিয়েছিলেন। সেই অভিজ্ঞতাই কাজে লাগানো হচ্ছে।

স্যামসাং এনএক্স-১০ এর বিশেষ ভার্শন Samsung NX10 special edition, White

স্যামসাং তাদের জনপ্রিয় মাইক্রো ফোর থার্ড ক্যামেরা এনএক্স-১০ ক্যামেরার ৩টি বিশেষ ভার্শনের ঘোষনা দিয়েছে। ২ মাসে কোরিয়ায় ক্যামেরার ১০ হাজার বিক্রির কথা জানিয়েছিল স্যামসাং। তার ৩ সপ্তাহ পর জানাচ্ছে বিক্রি ২০ হাজার ছাড়িয়ে গেছে। এ উপলক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
স্যামসাং এনএক্স-১০ হোয়াইট নামের মডেলে ৩০মিমি এফ/২ প্রাইম লেন্সকে কিটলেন্স হিসেবে দেয়া হবে। অন্য দুটি মডেলে এর সাথে দুটি অথবা তিনটি লেন্স নেয়া যাবে। বাকি লেন্সগুলি হচ্ছে ১৮-৫৫মিমি এবং ৫০-২০০ মিমি লেন্স।

নোকিয়ার মিউজিক ডাউনলোড সার্ভিস Nokia Launches a New Brand of Music Service in India

নোকিয়া অভি মিউজিক আনলিমিটেড (ওএমইউ) নামে নতুন একটি অনলাইন মিউজিক ব্যবস্থা চালুর ঘোষনা দিয়েছে ভারতে। এই ব্যবস্থায় নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট কিনলে ১ বছর পর্যন্ত যতখুশি গান ডাউনলোড করা যাবে। ডিআরএম (ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট) ব্যবস্থায় প্রোটেক্ট করা এই মিউজিক একবছর পার হওয়ার পরও রেখে দেয়া যাবে।
গান খোজার জন্য ছবির নায়কের নাম, নায়িকার নাম কিংবা ছবির নাম ব্যবহার করা যাবে। কারন ভারতে মুলত চলচ্চিত্রের গানই বেশি জনপ্রিয়। এতে ৪০ লক্ষ গান থাকবে বলে জানানো হয়েছে।

April 29, 2010

ফটোগ্রাফি টিপস : ক্যামেরা-র বনাম জেপেগ - Photography Tips : Camera RAW vs JPEG

ফটোগ্রাফি সম্পর্কে আগ্রহ থাকলে ক্যামেরা-র শব্দটি হয়ত আপনার পরিচিত। বর্তমানে শুধু দামী এসএলআর ক্যামেরাতেই এর ব্যবহার সীমাবদ্ধ নেই, কম্প্যাক্ট ক্যামেরাতেও ব্যবহার করা যায়। এটা ব্যবহার করলে কি সুবিধা পাবেন, কখন ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন না এই বিষয়গুলি জেনে নিন।

এপল-এডবি লড়াই Steve Jobs attacks Adobe Flash as unfit for iPhone

এপল প্রধান ষ্টিভ জবস সাধারনত সরাসরি বিতর্কে জড়ান না। কিন্তু এডবির সাথে এপলের বিরোধ এমন পর্যায়ে গেছে যে তিনি সেকাজটিও করেছেন। ফ্লাশ প্লেয়ারকে তিনি আইফোন, আইপড, আইপ্যাড ইত্যাদির জন্য অনুপযোগি সফটঅয়্যার বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য অনুযায়ী ফ্লাশ অতিমাত্রায় ত্রুটিযুক্ত, আইফোন, আইপ্যাডে পিসির কাজ করার সময় ব্যাটারী নষ্ট করে ইত্যাদি।

নোকিয়া এক্স-২ ফোন আসছে Nokia to launch X2 phone

নোকিয়া তাদের এক্স সিরিজ নিয়ে ভালভাবেই বাজারে আসছে। এক্স-৩ এবং এক্স-৬ বাজারে বিক্রি হচ্ছে, চীনের বিশেষ থ্রিজিসহ এক্স-৫ এর কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এক্স-২ নামে আরেকটি ফোন আসছে। আজই ভারতে এই ফোনের কথা জানানো হয়েছে।এর প্রধান বৈশিষ্ট, সবকিছু থাকার পরও দাম কম।
এক্স-২ ফোনে রয়েছে ২.২ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, পুরুত্ব মাত্র ১৩ মিমি, ওজন ৮১ গ্রাম। এতে ডুয়াল স্পিকার, ডেডিকেটেড মিউজিক কি, ৩.৫ মিমি অডিও জ্যাক, এফএম ষ্টেরিও এবং ১৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট থাকছে। বিল্টইন এন্টেনা থাকায় হেডফোন ছাড়াই রেডিও শোনা যাবে।

বিনামুল্যে ফটোগ্রাফি পত্রিকা PhotographyBB Online Magazine Issue #27

ফটোগ্রাফি পত্রিকা ফটোগ্রাফি-বিবি এর ২৭তম সংখ্যা ডাউনলোডের জন্য দেয়া হয়েছে।  এর বিশেষ এডবি ফটোশপ সিএস-৫ নিয়ে আকর্ষন হচ্ছে ১১ পৃষ্ঠার প্রতিবেদন। ফটোগ্রাফি ব্যবসা সম্পর্কে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া পোর্ট্রেট ফটোগ্রাফারদের জন্য টিউটোরিয়াল রয়েছে এতে।
কানাডার এই পত্রিকা বিনামুল্যে ডাউনলোড করা যায়। মুলত প্রাথমিক এবং মধ্যম মানের ফটোগ্রাফারদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য এই উদ্দ্যোগ। তাদের ওয়েবসাইট থেকে পিডিএফ অথবা কম্প্রেসড (জিপ) যে কোন ফরম্যাটে ডাউনলোড করতে পারেন।
এই সংখ্যা ছাড়ার আগের যে কোন সংখ্যা ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে।

ফ্লাশের কারনে এপলকে পেছনে ফেলতে পারে এন্ড্রয়েড Full Flash Support coming to Android

এমাসের প্রথমদিকে এডবি জানিয়েছে তারা এপলের আইফোন কিংবা আইপ্যাডের জন্য ফ্লাশ তৈরীর কাজ বন্ধ করে দিয়েছে। তুলনায় গুগলের ওপেন সোর্স প্লাটফর্ম এন্ড্রয়েড নিয়ে কাজ করবে তারা। গতকাল গুগল ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন পরবর্তী এন্ড্রয়েড ফুল ফ্লাশ সাপোর্ট নিয়ে বাজারে আসবে। তার বক্তব্য এন্ড্রয়েড ভিত্তিক ডিভাইসের এপল কিংবা ব্লাকবেরিকে পেছনে ফেলা শুধু সময়ের বিষয়।
এমাসের শুরুর দিকে এপলের সাথে এডবির বিরোধ বাধে এবং এডবি এপলের জন্য কাজ বন্ধ করে দেয়। তারা একটি সফটঅয়্যার টুল তৈরী করছিল যা ফ্লাশ প্রোগ্রামকে আইফোন এবং আইপ্যাডের প্রোগ্রামে পরিবর্তন করতে পারে। সম্প্রতি এপল একটি সফটঅয়্যার ডেভেলপার কিট লাইসেন্স পরিবর্তন করেছে যারফলে এধরনের কাজ প্রতিহত করা যাবে।

উইন্ডোজ ৭ এর বিক্রি অন্যান্য উইন্ডোজের চেয়ে বেশি Windows 7 becomes the fastest selling Microsoft OS ever

গত ২২ অক্টোবরে রিলিজ দেয়া উইন্ডোজ ৭ এর বিক্রি ১০ কোটি ছাড়িয়ে গেছে। যে হারে বিক্রি হচ্ছে তা মাইক্রোসফটের আগের সব অপারেটিং সিষ্টেমতে ছাড়িয়ে গেছে। মাইক্রোসফটের হিসেবে প্রতি ১০টির মধ্যে ১টি পিসিতে উইন্ডোজ ৭ ব্যবহার করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত নতুন সার্ভিস প্যাক ছাড়া হয়নি। বিষয়টি উল্লেখ করতে হচ্ছে কারন ভিসতার ক্ষেত্রে বিক্রি বেড়েছিল সার্ভিস প্যাক ছাড়ার পর।

April 28, 2010

নকল এন্টিভাইরাস থেকে সাবধান Fake anti-virus software a growing online threat

গুগল বলেছে নকল এন্টিভাইরাস সফটঅয়্যার কম্পিউটারের জন্য সবচেয়ে বড় ঝুকি এবং তা ক্রমশ বাড়ছে। এধরনের সফটঅয়্যারগুলি ব্যবহারকারীকে অলিক ভাইরাসের কথা বলে বিশেষ এন্টিভাইরাস ইনষ্টল করতে বলে। আর সেটা করলে খুব সহজেই তাদের নিজেদের কোড ছড়িয়ে দিতে পারে।

নাইকনের ২০০-৪০০ জুম লেন্স AF-S Nikkor 200-400mm f/4G ED VR II

নাইকন নতুন ২০০-৪০০ মিমি ভিআর-২ আলট্রা জুম লেন্সের ঘোষনা দিয়েছে। তাদের ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থা ভিআর-২ (ভাইব্রেশন রিডাকশন) কে আগে অন্য লেন্সে ব্যবহার করা হয়েছে। এবার এখানে ব্যবহার করা হল।  এতে একটিভ ভিআর মোড এবং অটোমেটিক প্যানিং ডিটেকশন চলমান অবস্থা থেকেও (যেমন চলন্ত গাড়ি) স্থির ছবি উঠাতে সাহায্য করবে।

প্যারাগন ড্রাইভ কপি ১০ বাজারে Paragon Drive Copy 10 Personal

প্যারাগন সফটঅয়্যার তাদের প্যারাগন ড্রাইভ কপি এর নতুন ভার্শন ১০ পার্সোনাল রিলিজ দিয়েছে। এটা ব্যবহার করে আপনার কম্পিউটারে যাকিছু আছে, অপারেটিং সিষ্টেম, ইনষ্টল করা সফটঅয়্যারসহ, তার ভার্চুয়াল কপি তৈরী করতে পারেন। ইউএসবি ড্রাইভে এটা রাখা যাবে। প্রয়োজনে সেখান থেকে যেমন আগের কম্পিউটারে আনা যাবে তেমনি যদি অন্য কোন কম্পিউটারে প্রয়োজন হয় তাহলে ভার্চুয়াল প্লেয়ার ইনষ্টল করে সেটাকেই আপনার কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে। যারফলে এটা হাতে থাকলে যেকোন কম্পিউটারকেই নিজের কম্পিউটারের মত ব্যবহার করা যাবে।

April 27, 2010

১২ মেগাপিক্সেল ক্যামেরা, এইচডি ভিডিও নিয়ে নোকিয়া এন-৮ এর ঘোষনা Nokia N8 goes official with 12MP camera and HD video

এতদিন ছিল জল্পনা, এখন আনুষ্ঠানিক ঘোষনা।নোকিয়ার এন-৮ ক্যামেরায় ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, থাকবে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে। ক্যামেরায় থাকবে কার্ল জিস লেন্স এবং জিনন ফ্লাশ। এছাড়া এতে দুধরনের টিভি-আউটপুটের ব্যবস্থাও থাকবে।
নোকিয়া জানিয়েছে এতে যে ১২০০ মিলিএম্পিয়ার আওয়ার ব্যাটারী ব্যবহার করা হয়েছে তা দিয়ে ৩ ঘন্টা ২০ মিনিটের ভিডিও রেকর্ড করা যাবে কিংবা ৭ ঘন্টা ভিডিও প্লে করা যাবে। কথা বলা যাবে ১২ ঘন্টা, গান শোনা যাবে ৫০ ঘন্টা।

ফটোশপ টিউটোরিয়াল Photoshop Bangla Tutorial Part - 3

ফটোশপে পুরো ছবির পরিবর্তন করার সময় ফিল্টার ব্যবহার বা অন্যান্য কাজ সরাসরি করতে পারেন, কিন্তু যদি কোন অংশ নিয়ে কাজ করতে হয় তাহলে কাজটি কিছুটা  জটিল হয়ে পড়ে। যেমন ঘরের মধ্যে দাড়ানো কারো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে তাকে বাগানে দাড়ানো দেখাতে চান, কিংবা কোন কোন একটি বস্তুর রঙ পাল্টে দিতে চান। এখানে নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে হয়। বাস্তবে একাজটিই ফটোশপ ব্যবহারকারীর জন্য সবচেয়ে সময়সাপেক্ষ।

ব্লগারের কম্পিউটার, ক্যামেরা, ফোন জব্দ করেছে পুলিশ Police seize gear from Gizmodo iPhone blogger

ইন্টারনেটে মোবাইল ফোন সম্পর্কে যারা আগ্রহী গিজমোডো নামে ব্লগের কথা নিশ্চয়ই জানেন। ফোন সম্পর্কিত সব ধরনের অগ্রিম খবর, ছবি এসব পাওয়া যায় তাদের কাছ থেকেই। এখানে প্রকাশ করা আইফোন ৪-জি এর ছবিও  তাদের কাছ থেকে প্রচার পেয়েছে ইন্টারনেটে। কম্পিউটার অপরাধ বিষয়ক একটি টাস্ক ফোর্স এর পরিচালক এবং ব্লগার জ্যাসন চেন এর কয়েকটি কম্পিউটার, হার্ডডিস্ক, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, অন্যান্য যন্ত্রপাতি, ব্যাংকের চেকবই ইত্যাদি আটক করেছে।
বিষয়টি আরেকটু খোলাসা করা যাক। গত সপ্তাহের তার ব্লগে আইফোন ৪জি এর ছবি এবং তথ্য প্রকাশ পায়। এপল নিজে এই ফোন সম্পর্কে কিছু জানায়নি। রেডউড সিটিতে এক বারে এটিকে কুড়িয়ে পাওয়া গেছে, এই দিয়ে ঘটনার শুরু। অজ্ঞাতনামা একজন একে গিজমোডোর কাছে বিক্রি করে ৫ হাজার ডলারে। আর এদিকে এপল চুরি হিসেবে আখ্যায়িত করে পুলিশকে জানায় তদন্ত করতে।

April 26, 2010

এএমডি ৬-কোর প্রসেসর বাজারে AMD Phenom II X6 1055T CPU available

উচুমানের প্রসেসরের ক্ষেত্রে ইন্টেলের আধিপত্য থাকতে পারে, কিন্তু এএমডি কিছুমাত্র ছাড় দিতে রাজী নয়। ইন্টেলের আগের তারা ৬-কোর প্রসেসর বাজারে এনেছে তাদের দেয়া সময়সুচি অনুযায়ী। তাদের AMD Phenom II X6 1055T প্রসেসর এখন কিনতে পাওয়া যাচ্ছে। 
আমাজনে এর দাম ২২৩ ডলার। ফিচার অনুযায়ী এটা খুবই সুবিধেজনক দাম। বেঞ্চমার্ক টেষ্টে যা ফল পাওয়া গেছে তাতে যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছেন তারা আগ্রহ দেখাতেই পারেন।

এন্ড্রয়েড সফটঅয়্যার ৫০ হাজার ছাড়িয়েছে Android market total app count passes the 50K milestone

এন্ড্রয়েড এর জন্য সফটঅয়্যারের দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গুগলের এই অপারেটিং সিষ্টেমে ব্যবহারের জন্য এখন সফটঅয়্যার রয়েছে ৫০ হাজারের বেশি। এর অর্ধেকের বেশি ব্যবহার করা যায় বিনামুল্যে।
কেবলমাত্র মার্চ মাসেই নতুন সফটঅয়্যার তৈরী হয়েছে ৯ হাজার। আগামী মাসগুলি আরো বৃদ্ধি পাবে বলেই অনুমান করা হচ্ছে। বর্তমানে মোট সফটঅয়্যারের সংখ্যা ৫০,৩৯৫। মাত্র দেড় বছর আগে রিলিজ দেয়া অপারেটিং সিষ্টেমের জন্য আশ্চর্যজনক সাফল্য।
তুলনার জন্য বলা যেতে পারে, এরপরও এপলের সাথে তুলনা চলে না। তাদের সফটঅয়্যার প্রায় ২ লক্ষ। অবশ্য বৃদ্ধির হার যদি ঠিক থাকে তাহলে দুজনের পার্থক্য দ্রুতই কমে আসবে।

April 25, 2010

সৌরশক্তিচালিত ভিডিও ক্যামেরা Solar Charging HD camcorder Jetyo HDTV-T900

ভিডিও ক্যামেরা কিসে চলবে ভাবছেন ? জেটিও এইচডিটিভি-টি৯০০ এর জন্য এসব কোন সমস্যাই না। এর রয়েছে লিথিয়াম ব্যাটারী, তাতে সমস্যা হলে ব্যবহার করুন এএএ (পেনসিল) ব্যাটারী, তাতেও সমস্যা হলে সৌরশক্তি। ১/২.৫ ইঞ্চি সিমোস ৫ মেগাপিক্সেল সেন্সর, ৩ ইঞ্চি ওয়াইড ডিসপ্লে, নাইট ভিশন ফাংশন, এইচডিএমআই পোর্ট, ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরী, সাথে আরো ৩২ গিগাবাইট এসডিএইচসি কার্ড ব্যবহারের সুযোগ ইত্যাদি রয়েছে এতে।

ফুজিফিল্মের কম্প্যাক্ট জুম ক্যামেরা Fujifilm FinePix JZ500

ছোট আকারের জুম ক্যামেরার চাহিদা অন্য যে কোন ধরনের চেয়ে দ্রুতগতিতে বাড়ছে। তারসাথে পাল্লা দিয়ে ক্যামেরা বাজারে আনছে নির্মাতারা। এধরনেরই ক্যামেরা ফুজিফিল্মের জেজেড-৫০০। আকারে ছোট, মেগাপিক্সেল বেশি, জুম বেশি। এবং দামও মানানসই।
এতে রয়েছে ১৪ মেগাপিক্সেল সেন্সর। আইএসও ১০০-৩২০০। বর্তমানের অধিকাংশ ক্যামেরাই অল্প আলোতেই উজ্জল রঙের ছবি উঠাতে সক্ষম। এই ক্যামেরা তার ব্যতিক্রম না। যে পরিস্থিতিই হোক, ছবি পাওয়া যাবে নিখুত।

ক্যানন ভিক্সিয়া এইচএফ এম৩১ রিভিউ Canon Vixia HF M31 Camcorder Review

ক্যাননের মধ্যম মানের এই এইচডি ভিডিও ক্যামেরা তাদের গতবছরের জনপ্রিয় ক্যামেরা এইচএফ-২০ এর পরবর্তী সংস্করন। এতে টাচস্ক্রীন যোগ করা হয়েছে। সেইসাথে মেনু এবং অন্যান্য কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এতে ১৫এক্স অপটিক্যাল জুম ক্যানন এইচডি লেন্স রয়েছে।
বাইরের চেহারার বিচারে, এতে অটোমেটিক লেন্স কাভার যোগ করা হয়েছে তবে আগের এইচএফ-২০ কিংবা এইচএফ-২০০ এর মত একই সেন্সর রাখা হয়েছে।

নোকিয়া চীনের বাজারে আনছে নতুন ফোন China-bound Nokia X5 and C5

নোকিয়া দুটি নতুন ফোনের কথা জানিয়েছে। এদের মধ্যে এক্স-৫ কে বলা যেতে পারে এক্স-৩ এবং এক্স-৬ এর মাঝামাঝি। এতে বিল্টইন জিপিএস রয়েছে। এছাড়া রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সাদা, কালো এবং লাল এই তিনটি রঙে পাওয়া যাবে এবছরের মাঝামাঝি সময়েই।
যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করার মত তা হচ্ছে এক্স-৫ এ ব্যবহার করা হয়েছে টিডি-এসসিডিএমএ থ্রিজি কানেকটিভিটি। এটা চীনের তৈরী নিজস্ব থ্রিজি ষ্ট্যান্ডার্ড। এক্স-৫ প্রথম সিমবিয়ান ফোন যেখানে এই কানেকটিভিটি রয়েছে। অন্যান্যদের মধ্যে রয়েছে ডুয়াল লিড ফ্লাশ, ২.৪ ইঞ্চি কিউভিজিএ টিএফটি স্ক্রীন।

April 24, 2010

এপল আইফোনে এন্ড্রয়েড Android ported to the iPhone

হ্যাকাররা করতে পারেননা এমন কাজ বোধহয় নেই। এপল প্রধান ষ্টিভ জবসের ঘুমও হারাম করতে পারেন। অন্তত তার তৈরী আইফোনে যদি এন্ড্রয়েড এর মত অপারেটিং সিষ্টেম ইনষ্টল করে ব্যবহার করা হয় তাহলে তো বটেই।
এই ঘটনাই ঘটেছে। একজন আইফোনে এন্ড্রয়েড ইনষ্টল করেছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এরফলে আইফোন ব্যবহারকারীরা তাদের সেটে এন্ড্রয়েড ব্যবহার শুরু করবেন এটা ধরে নেয়ার নিশ্চয়ই কারন নেই। কথা হচ্ছে, আইফোন ব্যবহারের সময় অনেকগুলি বিধিনিশেষধ মেনে চলতে হয়। এপল যে সফটঅয়্যার ব্যবহার করার অনুমতি দেয় শুধুমাত্র সেগুলিই ব্যবহার করা যায়। আর ইচ্ছে করলেই হ্যান্ডসেটকে অন্য অপারেটরের লাইনে ব্যবহার করবেন সেটাও করা যায় না। সেক্ষেত্রে এন্ড্রয়েড তাদের জন্য হুমকি হয়ে দেখা দিতেই পারে।

ফটোশপ টিউটোরিয়াল Photoshop Bangla Tutorial Part - 2

ফটোশপ ওপেন করলে স্ক্রিনে কেমন দেখা যাবে, কোন টুল কোথায় পাওয়া যাবে এই বিষয়গুলি জেনে নিন। এখানে স্ক্রিনশট হিসেবে সিএস-৩ ব্যবহার করা হয়েছে। অন্য ভাশর্ন ব্যবহার করলে কিছুটা অন্যরকম দেখা যেতেই পারে, তবে মুল বিষয় একই। কোনটি কি টুল জানার জন্য তার ওপর মাউস পয়েন্টার আনলেই তার নাম দেখা যাবে। এখানে Baganbilash.jpg নামে একটি ইমেজ ফাইল ওপেন করে দেখানো হয়েছে।

April 23, 2010

ডিস্ক বিক্রিতেও প্রথম দিনেই রেকর্ড অবতারের "Avatar" sets first-day Blu-ray sales record

জেমস ক্যামেরনের থ্রিডি ছবি অবতার এর ডিভিডি এবং ব্লুরে ডিস্ক বিক্রি শুরু হয়েছে গতকাল। সেটাও কেবলমাত্র ২ডি ফরম্যাটে। এখনও থ্রিডি বিক্রি শুরু হয়নি। প্রথম দিনেই বিক্রির রেকর্ড গড়েছে ব্লুরে ডিস্ক। একদিনে বিক্রি হয়েছে ১৫ লক্ষ। এর আগের রেকর্ড গড়া ডার্ক নাইট-কে অনায়াসে ছাড়িয়ে গেছে।

এসিডিসি ফটো ম্যানেজার ১২ ACDSee Photo Manager 12

জনপ্রিয় ইমেজ ম্যানেজমেন্ট এবং ইমেজ এডিটিং সফটঅয়্যার এসিডিসি ফটো ম্যানেজার নতুন ভার্শন ১২ রিলিজ দেয়া হয়েছে। নতুন ভার্শনে সফটঅয়্যারের ভেতর থেকেই অনলাইনে ছবি শেয়ার করা যাবে। এজন্য তারা ২ গিগাবাইট যায়গা দেবে বিনামুল্যে।এসিডিসি-র ভেতর থেকেই এফটিপি ব্যবহার করে ফাইল আপলোড করা যাবে। ফাইলকে অন্য ফোল্ডারে কপি না করেই এক ক্লিকে ট্যাগ করে বাছাই, বাদদেয়া, দেখা বা এডিট করা যাবে।
সহজ ব্যবহারের জন্য সফটঅয়্যারটি এক দশক ধরে জনপ্রিয়। একসময় ইমেজ ভিউয়ার হিসেবে পরিজিত হলেও বর্তমানে ফটোগ্রাফাররা ইমেজ এডিটিংএর জন্য ব্যবহার করেন। এখন অনলাইনে শেয়ার করার ব্যবস্থা চালু করায় জনপ্রিয়তা আরো বাড়বে ধরে নেয়া যায়।

ডেলের ৪টি এন্ড্রয়েড ফোন Dell Thunder, Aero, Smoke and Flash rock the Android world

বিশ্বের প্রথম সারির কম্পিউটার নির্মাতা ডেল ভালভাবেই মোবাইল ফোনের জগতে আসন গাড়তে যাচ্ছে। তাদের ৪টি মোবাইল ফোনের কথা প্রকাশ পেয়েছে যা আগ্রহ সৃষ্টি করার জন্য যথেষ্ট। এন্ড্রয়েড ভিডিত্তিক ফোনগুলির নাম থান্ডার, এ্যারো, স্মোক এবং ফ্লাশ।
এদের মধ্যে সবচেয়ে এগিয়ে থান্ডার। এর ডিসপ্লে ৪.১ ইঞ্চি। সাথে ৮ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা। ফ্লাশ ১০ সাপোর্ট, সোস্যাল নেটওয়াকিং সুবিধে, অপারেটিং সিষ্টেমে ডেলের নিজস্ব ইন্টারফেস ছাড়াও হুলু এপ্লিকেশন রয়েছে। এবছর শেষদিকে বাজারে পাওয়া যাবে। তার কিছুদিন পরই পাওয়া যাবে এলটিই (ফোরজি) ভার্শন।

আবারও পুরস্কার পেল প্যানাসনিক, সাথে ফুজিফিল্ম Panasonic Once Again Honored with the TIPA Award

প্যানাসনিকের লেন্স পরিবর্তনযোগ্য ক্যামেরা জি-২ টিআইপিএ সেরা এডভান্সড কম্প্যাক্ট ক্যামেরার পুরস্কার পেয়েছে। এই ক্যামেরার জন্য এটা দ্বিতীয় পুরস্কারের ঘটনা কারন বিশ্বের প্রথম এধরনের ক্যামেরা হিসেবে আত্মপ্রকাশ করেই জি-১ পুরস্কার জিতেছিল। এই মাইক্রো ফোর থার্ড ক্যামেরার পথ ধরেই বর্তমানে অলিম্পাস, স্যামসাং, সনি এরাও এধরনের ক্যামেরা তৈরী করছে।
ফুজিফিল্মের থ্রিডি ক্যামেরা ফাইনপিক্স রিয়েল থ্রিডি পেয়েছে সেরা উদ্ভাবনী পুরস্কার। একেবারে ছোট আকারের এই ক্যামেরা সরাসরি থ্রিডি ছবি এবং ভিডিও করতে সক্ষম। আর তাদের ফাইনপিক্স এইচএস-১০ পেয়েছে সেরা সুপারজুম ক্যামেরার পুরস্কার। ৩০ এক্স জুমের (২৪-৭২০ মিমি) এই ক্যামেরায় এসএলআরের মত ফোস রিং এবং জুম রিং রয়েছে।

April 22, 2010

নোকিয়া মোবাইলের দাম কমাচ্ছে Nokia slashes prices

নোকিয়া তাদের মোবাইল হ্যান্ডসেটের দাম কমাচ্ছে। প্রায় সব ধরনের সেটেরই দাম কমবে এর ফলে। কোন কোন স্মার্টফোনের ক্ষেত্রে শতকরা ১০ ভাগ পর্যন্ত। দামী ফোনের ক্ষেত্রে এপল এবং ব্লাকবেরীর কাছে পিছিয়ে থাকছে নোকিয়া। দাম কমানোকেই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় বলে বলছেন বিশ্লেষকরা।
নোকিয়া তাদের অপারেটিং সিষ্টেম সিমবিয়ানের নতুন ভার্শনের সময়ও পিছিয়েছে। জুনের মধ্যে এটা বাজারে আসার কথা ছিল।

এডবি লাইটরুম, ক্যামেরা-র এবং ডিএনজি কনভার্টারের নতুন ভার্শন Adobe Photoshop Lightroom 2.7, Camera Raw 5.7 & DNG Converter 5.7

এডবি তাদের লাইটরুম ২.৭ এর ফাইনাল ভার্শন রিলিজ দিয়েছে। একইসাথে ক্যামেরা-র ৫.৭ এবং ডিএনজি কনভার্টার ৫.৭ রিলিজ দেয়া হয়েছে। ক্যামেরা-র ৫.৭ ভার্শনে নতুন কিছু ক্যামেরা সাপোর্ট যোগ করা হয়েছে, যারমধ্যে রয়েছে ক্যানন ৫৫০ডি, কোডাক জেড৯৮১, অলিম্পাস ই-পিএল১, প্যানাসনিক জি২, প্যানাসনিক জি১০, সনি এ৪৫০ ইত্যাদি।

ত্রুটিযুক্ত ম্যাকাফি আপডেটের কারনে এক্সপি ব্যবহারকারীরা দুর্ভোগে Defective McAfee update causes worldwide meltdown of XP PCs

ম্যাকাফি এন্টিভাইরাসের ত্রুটিযুক্ত আপডেট ইনষ্টল করে বিপাকে পরেছেন সারা বিশ্বের এক্সপি ব্যবহারকারীরা। এপ্রিলের ২১ তারিখের ৫৯৫৮ আপডেট ব্যবহার করা কম্পিউটারগুলি অকেজো হয়ে গেছে। বিশেষভাবে রিপেয়ার না করা পর্যন্ত এগুলি চালু হয়নি। বলা হচ্ছে আজ পর্যন্ত কোন ভাইরাস এত বিপুল পরিমান কম্পিউটারকে এত দ্রুত বন্ধ করেনি।

ব্রেন গেম অংক শিখতে সাহায্য করে

প্রচলিত ধারনা বুদ্ধি খাটিয়ে খেলতে হয় এমন ভিডিও গেম খেললে বুদ্ধি বাড়ে। কিছু কিছু গবেষনা সবসময়ই এই মতকে সমর্থন করে এসেছে। কিছু কিছু ভিডিও গেম প্রচুর ব্যবসা করেছে এই কথা বলে। নিনটেনডোর ব্রেন এজ সিরিজ নামে গেম তৈরী হয়েছে একারনেই। ১৮ থেকে ৬০ বছর বয়সী ১১ হাজার জনের অংশগ্রহনের এক দীর্ঘ্য পরীক্ষার পর ব্রেন গেম থেকে ব্রেনের ওপর প্রভাব নিয়ে আরো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়া হয়েছে।

April 21, 2010

জিপিএস সহ লেইকা ভি-লাক্স ২০ Leica V-LUX 20

লেইকার নতুন এই ক্যামেরাকে প্যানাসনিকের অত্যন্ত জনপ্রিয় টিজেড-৭ এর সমমানের মনে হতে পারে। ১২.১ মেগাপিক্সেল সেন্সর, ১২ এক্স জুম, লেইকা ভেরিও এলমার ২৫-৩০০ মিমি লেন্স। সাথে অতিরিক্ত হিসেবে রয়েছে বিল্টইন জিপিএস, এবং উচ্চ মুল্য।

April 20, 2010

পুলিশকে আসামীর কাঠগড়ায় দাড় করাল মোবাইল ভিডিও

বিষয়টি শুরু হয়েছিল নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারের সামনে স্মৃতি হিসেবে মোবাইল ফোনে ভিডিও করা দিয়ে, গিয়ে দাড়িয়েছে পুলিশ অফিসারকে আসামীর কাঠগড়ায় দাড় করানোয়। একজন পর্যটকের তোলা ভিডিওতে দেখা গেছে পুলিশ একজন সাইকেল আরোহীকে নাজেহাল করছে। ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালের জুলাই মাসে। অন্তত ২১ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন ইউটিউবে, এরপর মাত্র গতকাল তা চোখে পরেছে বিচার ব্যবস্থার।

স্যামসাং এর কমদামী টাচস্ক্রিন ফোন Samsung S3370 আসছে আগামী মাসে

স্যামসাং এর এস-৩৩৭০ ফোনটির খবর প্রথম জানা যায় মাসখানেক আগে। নেদারল্যান্ডে দুদিনের এক টেলিভিশন অনুষ্ঠানে এটি দেখানো হয়েছে। আগামী মাসে বাজারে বিক্রি শুরু হবে। এতে রয়েছে ২.৬ ইঞ্চি রেজিসটিভ টাচস্ক্রিন, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, থ্রিজি কানেকটিভিটি, ব্লুটুথ, এফএম রেডিও, মাইক্রোএসডি কার্ড স্লট ইত্যাদি।
ফোনটির ডিসপ্লে রেজ্যুলুশন ২৪০-৩২০ পিক্সেল। থ্রিজি এর সাথে জিপিআরএস এবং এজ কানেকটিভিটি রয়েছে। আকারেও বেশ পাতলা, ১২.৯ মিমি। এর দাম ১০০ ডলারের কিছু বেশি।

April 19, 2010

ফটোশপ টিউটোরিয়াল Photoshop Bangla Tutorial - 1

ইমেজ এডিটিং এর ক্ষেত্রে এডবি ফটোশপকে বলা হয় ইন্ডাষ্ট্রি ষ্ট্যান্ডার্ড। এর ব্যবহার অন্যান্য সফটঅয়্যার থেকে কিছুটা ভিন্ন, যেকারনে অনেকেই কিভাবে শুরু করবেন তা নিয়ে সমস্যায় পড়েন। এমনকি বই কিংবা ভিডিও টিউটোরিয়াল ব্যবহারের পরও মনে হয় কোথায় যেন কিছু বাদ পড়ে যাচ্ছে। এবিষয়ে সহায়তা করার জন্য ধারাবাহিকভাবে ফটোশপের টিউটোরিয়াল প্রকাশ করা হচ্ছে। ইন্টারনেটে এধরনের টিউটোরিয়ালের সুবিধে হচ্ছে শিক্ষার্থী অনায়াসে কোন বিষয়ে প্রশ্ন করতে পারেন। এক শিক্ষার্থী অন্যের সাথে যোগাযোগও করতে পারেন এর মাধ্যমে।

সনির ব্লগি ক্যামেরা Sony Bloggie MHS-CM5 Camcorder Review

ইন্টারনেটের ভিডিওর জন্য সনির ক্যামেরা নতুন না। বরং একে দ্বিতীয় প্রজন্মের ক্যামেরা বলা যেতে পারে। এর নাম পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, সেইসাথে অন্যান্য অনেককিছুই। ফ্লিপের মত ডিজাইনের সিএম-৫ ক্যামেরাটি তাদের পিএম-৫ এর অল্পদামী সংস্করন।
গতবছরের সিএম-১ থেকে এবছরের সিএম-৫ এ ডিজাইন একেবারেই অন্যরকম। পিস্তলের মত ধরার ব্যবস্থা আনা হয়েছে এতে। ফলে আগের চেয়ে পাতলা হয়েছে। লেন্স এবং সেন্সর আগের মতই রয়ে গেছে। সিমোস সেন্সর এবং ৫এক্স অপটিক্যাল জুম রয়েছে এতে। এর ডিসপ্লে ২.৫ ইঞ্চি, ফ্লিপের থেকে বড় আকারের।

পর্ন ব্যবহারকারীদের টাকা হাতিয়ে নিচ্ছে ভাইরাস New virus extorts cash from porn fans

অনলাইনে পর্ন ব্যবহারকারীদের টাকার হিসেবে গড়মিল করে দিচ্ছে নতুন এক ভাইরাস। অনেকটা ব্লাকমেইল করার মতই টাকা নেয়া হচ্ছে তাদের কাছ থেকে। কারো কারো কাছে পপ-আপ নোট কিংবা ইমেইল পাঠিয়ে বলা হচ্ছে তাদের কপিরাইট আইন ভঙ্গের  আইনগত ব্যবস্থা থেকে রক্ষা পেতে টাকা দিতে হবে। কোথাও সামান্য পরিমান (১৬ ডলার), কোথাও বেশি (৪০০ ডলার)।

April 18, 2010

স্যামসাং নেটবুক এনসি-১০ Samsung Netbook NC-10

কম্পিউটার নির্মাতা  হিসেবে স্যামসাং এর নিশ্চয়ই পরিচিতি নেই। তাদের পরিচিতি মনিটর, টিভি, মোবাইল ফোন নির্মাতা হিসেবেই। তাদের নেটবুক এনসি-১০ দেখলে কেকথা মনে হবে না। রীতিমত প্রধান ল্যাপটপ নির্মাতাদের সাথে প্রতিদ্বন্দিতা করছে এই নেটবুক।
ইন্টেল এটম প্রসেসর এন২৭০ (১.৬ গিগাহার্টজ, ৫৩৩ মেগাহার্টজ বাস, ৫১২কেবি ক্যাশ মেমোরী, ২.৫ ওয়াট) ব্যবহার করা হয়েছে এতে। সাথে ইন্টেল ৯৪৫জিএসই  চিপসেট। ১ গিগাবাইট র‌্যাম, ১০.২ ইঞ্চি ডিসপ্লে (১০২৪-৬০০) ইন্টেল ১২৮ মেগাবাইট ৯৪৫ গ্রাফিক্স, হাই ডেফিনিশন অডিও ইত্যাদি রয়েছে এতে।

April 17, 2010

সানিও ১৪ মেগাপিক্সেল ছবিসহ ফুল এইচপি ক্যামেরা Sanyo Xacti, DMX-CG100 and DMX-GH1

সানিওর এক্সাক্টি সিরিজের ক্যামেরা ইন্টারনেট ভিডিওর জন্যই পরিচিত। তাদের নতুন দুটি ক্যামেরা উচুমানের ষ্টিল ছবি উঠানো সহ ফুল হাই ডেফিনিশন ভিডিও করবে। পাতলা, ছোট আকারের ডুয়াল ক্যামেরাগুলির এরফলে সৌখিন ক্যামেরার পর্যায় থেকে পরিনত হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিও ক্যামেরায়।
এক্সাক্টি ডিএমএক্স জিএইচ১ ক্যামেরাটি দেখতে সাধারন ক্যামকোর্ডারের মত। অন্যদিকে ডিএমএক্স-সিজি১০০ তাদের আগের মডেলগুলির মত।
ক্যামেরাগুলির মুল বৈশিষ্ট ফুল হাই ডেফিনিশন (১৯২০-১০৮০ (৬০-আই)) ভিডিও রেকর্ডিং এবং ১৪ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানোর সুবিধে।  এতে এমপেগ-৪ এভিসি কোডেক ব্যবহার করা হয়েছে এবং উইন্ডোজ ৭ এর সাথে সরাসরি কাজ করবে।

এপল এএমডি প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে Apple pondering AMD chips

এপল ইনসাইডার জানাচ্ছে এপল ভবিষ্যতে এএসডি প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে। সেটা নিশ্চয়ই সম্ভব তবে বিষয়টি এখনও গুজবের পর্যায়ের।
অন্যভাবে দেখলে এপল এএমডির চিপ ব্যবহার করে। তাদের কম্পিউটারে এটিআই গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করে যা এএমডির। কিন্তু এখানে বলা হয়েছে ইন্টেলের মত মুল প্রসেসরের কথা। ২০০৬ সাল থেকে এপল ইন্টেল প্রসেসর ব্যবহার করছে।

মাইক্রোসফট অফিস ২০১০ চুড়ান্ত Microsoft finalizes Office 2010

মাইক্রোসফট জানিয়েছে তারা তাদের অফিস সফটঅয়্যারের নতুন ভার্শনের কাজ শেষ করেছে। এতে রয়েছে অফিস ২০১০, শেয়ারপয়েন্ট ২০১০, ভিজিও ২০১০ এবং প্রোজেক্ট ২০১০। বর্তমানে সফটঅয়্যার আরটিএম (রিলিজ টু ম্যানুফ্যাকচারিং) পর্যায়ে রয়েছে এবং আগামী ১২ মে তারিখে নিউ ইয়র্কে এর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।

April 16, 2010

দুবছর পর লাভের মুখ দেখল সনি এরিকসন Mobile phone maker Sony Ericsson posts Q1 profit

দুবছর ধরে লোকসান দিয়ে যাচ্ছিল মোবাইল ফোন নির্মাতা সনি এরিকসন। অবশেষ লাভের দেখা পেয়েছে তারা। বছরের প্রথম ৩ মাসের হিসেবে তারা লাভ করেছে ২ কোটি ইউরোর কিছু বেশি (প্রায় ৩ কোটি ডলার)। গতবছর একই সময়ে তাদের লোকসানের পরিমান ছিল প্রায় ৩০ কোটি। তাদের উচুমানের স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি এবং নিজেদের খরচ কমানো এই দুই মিলে অবস্থার পরিবর্তন সম্ভব হয়েছে।
যদিও এই সময়ে তাদের মোট বিক্রি কমে গেছে ১৭৪ কোটি থেকে ১৪০ কোটিতে, তারপরও এরিকসন এবং সনির যৌথ এই প্রতিস্ঠানের লাভ বেড়েছে ৩০.৬ ভাগ।

বই স্ক্যান করার ক্যামেরা Speedy scanner re-writes book in seconds

স্ক্যান করার জন্য স্ক্যানার ব্যবহার করা হবে এটাই স্বাভাবিক। যদি বই স্ক্যান করা প্রয়োজন হয় তাহলে একটি একটি করে পৃষ্ঠা খুলে স্ক্যানারে ঢুকাতে হবে, স্ক্যান করতে হবে। এটাই পদ্ধতি। এই পদ্ধতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন টোকিও ইউনিভার্সিটির কিছু গবেষক। তারা এমন সফটঅয়্যার তৈরী করেছেন যা ব্যবহার করে কয়েক মিনিটে কয়েকশ পৃষ্ঠার বই স্ক্যান করে হুবহু বই পাওয়া যাবে।

ফুজিফিল্মের সুপারজুম ক্যামেরা এইচএস-১০ Fujifilm FinePix HS10 Review

দামী একটি এসএলআর, সাথে তারচেয়েও দামী দুতিনটি লেন্স, সব মিলিয়ে কয়েক হাজার ডলার। এর কমদামী সমাধান খুজতে হলে এগিয়ে থাকবে ফুজিফিল্মের সুপারজুম ক্যামেরা। বিশেষ করে যদি ম্যানুয়েল জুম এবং ফোকাস ব্যবহার করতে হয়। একমাত্র এদের ক্যামেরাতেই রয়েছে এসএলআর-এর মত জুম এবং ফোকাস রিং। আর জুম, ৭২০ মিমি পর্যন্ত।
বিশ্বে মাত্র দুটি ক্যামেরা রয়েছে ৩০-এক্স জুমের। অলিম্পাসের এসপি-৮০০ইউজেড। আরেকটি এই ক্যামেরা। ২৪-৭২০ মিমি জুম ছাড়াও রয়েছে মেকানিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন। অন্যান্যদের মধ্যে ১০ মেগাপিক্সেল ব্যাক ইল্যুমিনেটেড সেন্সর, ৩ ইঞ্চি টিল্ট ডিসপ্লে, অটোমেটিক আই-সেন্সর সহ ইলেকট্রনিক ভিউফাইন্ডার, ১০৮০পি ফুল হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ডিং, ষ্টেরিও সাউন্ড রেকর্ডিং, সুপার হাই স্পিড মুভি ক্যাপচার (১০০০ ফ্রেম/সে), সব ধরনের ম্যানুয়েল কন্ট্রোল, র ফাইল সাপোর্ট, সবকিছুই।

April 15, 2010

ইসরায়েলে আইপ্যাড নিষিদ্ধ Israel bans imports of Apple iPad

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পন্য এপলের আইপ্যাড ইসরায়েলে নিষিদ্ধ। কারন, এর শক্তিশালী অয়্যারলেস রিসিভার তাদের ষ্ট্যান্ডার্ডের সাথে মানানসই না। এরই মধ্যে অন্তত ১০জনকে আইপ্যাড নিয়ে ঢুকতে বাধা দেয়া হয়েছে। এমনকি পর্যটকের ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োজ্য।

ক্যানন ডিজিটাল এসএলআর দিয়ে হলিউডের টিভি সিরিয়াল 'House' season finale filmed with Canon 5D Mark II

বর্তমানের এসএলআর ক্যামেরায় ভিডিও করা যায় এতে নতুনত্ব নেই। কিন্তু হলিউড এই ক্যামেরার ব্যবহার করে ফক্সের মত কোম্পানী টিভি সিরিয়াল তৈরী করেছে এটা বড় খবর সন্দেহ নেই। তাদের হাউজ সিরিয়ালের একটি পুরো পর্ব তৈরী করা হয়েছে ক্যাননের ৫ডি মার্ক ২ ক্যামেরা দিয়ে। ব্যবহার করা হয়েছে ২৪-৭০মিমি এবং ৭০-২০০ মিমি লেন্স।
পরিচালক গ্রেগ ইয়াতানেস বলছেন তিনি এতে ভাল ফল পেয়েছেন এবং এতেই তিনি ভবিষ্যত দেখছেন।

সনির এভিল ক্যামেরা Sony video capable dSLR Alpha, EVIL

এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া না হলেও এর প্রোটোটাইপ দেখিয়েছে সনি। ইলেকট্রনিক ভিউফাইন্ডার ইন্টারচেঞ্জেবল লেন্স, সংক্ষেপে এভিল এটা ক্যামেরার বর্ননা দেয়ার জন্য যথেষ্ঠ। এসএলআর ক্যামেরার মত লেন্স পাল্টানো যাবে তবে রিফ্লেকশন মিরর নেই। তার বদলে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। স্যামসাং, প্যনাসনিক কিংবা অলিম্পাসের মাইক্রো ফোর থার্ড ক্যামেরার কথাই মনে করিয়ে দেয়।
এই ক্যামেরার বর্ননা যা পাওয়া গেছে তাতে এতে এসএলআরের এপিএস-সি সেন্সর ব্যবহার করা হয়েছে। সনির নতুন ই মাউন্ট ব্যবহার করা হয়েছে লেন্সের জন্য। কার্ড হিসেবে মেমোরী ষ্টিক কিংবা এসডি ব্যবহার করা যাবে। এছাড়া হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং, বিল্টইন ফ্লাশ, ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে ইত্যাদি থাকবে। এডাপটার ব্যবহার করে আলফা লেন্স ব্যবহার করা যাবে।

মোবাইল ফোনে বিনামুল্যে এডবি ফটোশপ Photoshop Mobile Android

এডবি জানিয়েছে এন্ড্রয়েড ১.১ ব্যবহারকারীরা এখন মোবাইল ফোনেই ফটোশপ ব্যবহার করে ছবি এডিট করার সুযোগ পাবেন। এতে খুব সহজে যেমন ছবি ঠিক করা যাবে তেমনি নতুন কিছু এডিটিং ইফেক্ট যোগ করা হয়েছে। আইফোনের পর এবার এন্ড্রয়েডের জন্য ইমেজ এডিটিংএর সবচেয়ে জনপ্রিয় এই সফটঅয়্যারের কথা জানানো হল। সফটঅয়্যারটি বিনামুল্যে ব্যবহার করা যাবে।
এই সফটঅয়্যারে ছবির রং, শার্পনেস, ব্লার ইত্যাদির সাথে ভিগনেট ব্লার, হোয়াইট গ্লো, রেইনবো ইত্যাদি ইফেক্ট যোগ করা যাবে। এগুলি আনডু করা যাবে খুব সহজে ফলে মুল ছবি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

আন্তর্জাতিক বাজারে আইপ্যাড বিক্রি পিছিয়ে গেল Apple delays iPad's international launch

এপল আন্তর্জাতিক বাজারে আইপ্যাড বিক্রির সময় আরো ১ মাস পিছিয়েছে। বিক্রি শুরুর পর বিক্রি তাদের হিসেব ছাড়িয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে তারা। সপ্তাহখানেক আগে বিক্রি শুরু করার পর এখন পর্যন্ত ৫ লক্ষের বেশি বিক্রি হয়েছে বলেও জানানো হয়েছে।

April 14, 2010

কম্প্যাক্ট ক্যামেরায় হাই ডেফিনিশন ভিডিও Shooting HD video with a compact camera

বর্তমানের পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার একটি সাধারন বিষয় ভিডিও। ভিডিএ থেকে শুরু করে এইচডি। কোন কোনটিতে ৭২০পি, কোনটিতে ফুল হাই ডেফিনিশন ১০৮০পি। কিভাবে এই ক্যামেরাগুলি থেকে ভাল ভিডিও পেতে পারেন সে সম্পর্কে কিছু পরামর্শ।

সব ক্যামেরার জন্য ১ লেন্স One lens fits all dSLR

এসএলআর ক্যামেরায় ভিডিওর ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। সৌখিন কিংবা পেশাদার ফটোগ্রাফাররাই নন, ভিডিও এবং চলচ্চিত্র নির্মাতারাও এর সুবিধে নিচ্ছে। সমস্যা একটাই, প্রয়েজিনীয় ক্যামেরা এবং ভাল লেন্স। ক্যামেরার সাথে মিল রেখে লেন্স কিনতে হয়। লিন্স নির্মাতা কার্ল জিস তৈরী করেছে এই কাজের জন্যই সিনে লেন্স। তবে সবচেয়ে বড় বৈশিষ্ট, এই লেন্স ব্যবহার করা যাবে যে কোন ক্যামেরায়। 
প্রতিটি এসএলআর ক্যামেরার লেন্স লাগানোর পদ্ধতি আলাদা। লেন্স কেনার সময় দেখে নিতে হয় সেটা কোন ক্যামেরার জন্য, কিংবা লাগানোর পদ্ধতি কি। পিএল কিংবা ইএফ কিংবা এফ। বিষয়টি যদি ক্যামেরায় পরিবর্তনের ব্যবস্থা থাকে তাহলে লেন্সেই বা নয় কেন ?

মোবাইল ফোনে টিভি রেকর্ড করা যাবে Qualcomm to let phones record mobile TV shows

মোবাইল ফোন কিংবা এধরনের অন্য ডিভাইস ব্যবহার করে ক্যালকমের টিভি সম্প্রচার দেখার ব্যবস্থার কথা হয়ত জানেন। এমন মোবাইল ফোন পাওয়া যায় যেখানে এই ব্যবস্থায় টিভি দেখা যায়। ক্যালকম জানাচ্ছে এবছরই এমন ব্যবস্থা চালু করতে যাচ্ছে যেখানে কেউ ইচ্ছে করলে টিভি অনুষ্ঠান রেকর্ড করে রাখার সুবিধে পাবে।

April 13, 2010

এপলের আইপ্যাডের প্রতিদ্বন্দি জার্মান ট্যাবলেট পিসি German tablet PC WePad sets out to rival Apple's iPad

জার্মানীর এক কোম্পানী এমন ট্যাবলেট পিসি বাজারে আনছে যা সরাসরি এপলের আইপ্যাডকে চ্যালেঞ্জ করবে। এমনকি কোনকোন দিকে তাকেও ছাড়িয়ে যাবে। আইপ্যাডের চেয়ে এর স্ত্রীন বড়, সাথে ওয়েব ক্যাম এবং ইউএসবি পোর্ট রয়েছে। দুটি ইউএসবি পোর্ট ব্যবহার করে ধরনের ডিভাইসের সাথে সংযোগ দেয়া যাবে। সেই সাথে ব্যবহারকারী সব ধরনের সফটঅয়্যার ব্যবহারের সুযোগও পাবেন।
উইপ্যাড নামের এই ট্যাবলেট পিসির কমদামী ভার্শনে ওয়াইফাই কানেকটিভিটি এবং ১৬ গিগাবাইট যায়গা থাকবে। দাম  ৬০০ ডলার। আরো দামী ভার্শনে ৩২ গিগাবাইট যায়গা এবং দ্রুতগতির থ্রিজি মডেম থাকবে।

নোকিয়ার ৩টি সিমবিয়ান ফোন Symbain-running Nokia C6, Nokia C3 and Nokia E5

নোকিয়া ৩টি সিমবিয়ান অপারেটিং সিষ্টেমের ফোনের ঘোষনা দিয়েছে। মধ্যম মানের এই ফোনগুলিতে ফুল কিবোর্ড ব্যবহারের সুবিধে রয়েছে। সেইসাথে সব ধরনের কানেকটিভিটি। ইমেইল এবং ইনস্ট্যান্ট মেসেজিং ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হয়েছে ৩টি ফোনেই। মুলত তাদের ই সিরিজের বিজনেস ফোনের সুবিধাকে কমদামের সেটে আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাদের পক্ষ থেকে।

মাইক্রো ফোর থার্ড সেন্সরের প্রফেশনাল ক্যামেরা আনছে প্যানাসনিক Panasonic announces Micro Four-Thirds camcorder AG-AF100

মাইক্রো ফোর থার্ড সেন্সর ষ্টিল ক্যামেরার জন্য বেশি পরিচিত। প্যানাসনিকের জিএইচ-১ ক্যামেরার হাই ডেফিনিশন ভিডিও এতটাই জনপ্রিয় যে এর ওপর ভিত্তি করে প্রফেশনাল ভিডিও ক্যামেরার তৈরীর ঘোষনা দিয়েছে তারা। বিভিন্ন ফ্রেমরেটে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে এতে। তাদের ভাষায়, ভিডিও এবং চলচ্চিত্র নির্মাতাদের লক্ষ্য করেই এটা করা হচ্ছে।
এএফ-১০০ ক্যামেরার ৪/৩ ইঞ্চি সেন্সর ডেপথ অব ফিল্ড এবং ফিল্ড অব ভিউ দুদিকেই ভাল ছবি পেতে সাহায্য করবে। সেইসাথে ক্যামেরায় লেন্স পরিবর্তনের ব্যবস্থাও রাখা হচ্ছে। দাম রাখা হয়ে ৩৫মিমি মুভি ক্যামেরার তুলনায় একেবারেই কম।

নিরো মাল্টিমিডিয়া স্যুইট বাজারে Nero Multimedia Suite 10 Now Available

নিরো বার্নিং রোম, এই নামে সিডি-ডিভিডি রেকর্ড করার সফটঅয়্যারই সকলের পরিচিত। এরসাথে বিভিন্ন মাল্টিমিডিয়া ফিচার যোগ করা হচ্ছে অনেক আগে থেকেই। নতুন ভার্শন ১০-এ তা পুরোপুরি মাল্টিমিডিয়া সফটঅয়্যারের পর্যায়ে নেয়া হয়েছে। নাম দেয়া হয়েছে নিরো মাল্টিমিডিয়া স্যুইট। ভিডিও এডিটিং, ডিস্ক রেকর্ডিং এবং ব্যাকআপ এই তিনটি বিষয়কে একসাথে করা হয়েছে এতে।
নতুন ভার্শনে নিরো ভিশন এক্সট্রা নামে একেবারে নতুন ফিচার যোগ করা হয়েছে। এতে প্রাথমিক থেকে উচু পর্যায়ের ভিডিও এডিটিং এর কাজ করা যাবে, হাই ডেফিনিশন সহ। সরাসরি হাই ডেফিনিশন ডিস্ক তৈরী করা যাবে।

কল অব ডিউটি নির্মাতা যোগ দিচ্ছেন ইলেকট্রনিক আর্টস-এর সাথে 'Call of Duty' creators come back in partnership with EA

বিক্রিতে রেকর্ড করা ভিডিও গেম কল অব ডিউটির নির্মাতার সাথে কোম্পানী একটিভিশন ব্লিজার্টের রীতিমত মামলা চলছে। তাদেরকে বহিস্কার করা হয়েছে কোম্পানী থেকে। এরই মধ্যে নির্মাতা জেসন ওয়েষ্ট এবং ভিন্স জাম্পেলা একটিভিশনের প্রতিদ্বন্দি প্রতিস্ঠান ইলেকট্রনিক আর্টস এর সাথে পার্টনারশীপে নতুন কোম্পানী চালুর কথা জানিয়েছেন। এর নাম রেস্পন এন্টারটেইনমেন্ট।
জাম্পেলা বলেছেন গত এক দশক ধরে তারা শীর্ষ স্থান দখল করেছিলেন। এখন নতুনভাবে আবারও সেকাজ করে যাবেন। নতুন ষ্টুডিও হচ্ছে, নতুন লোক নিয়োগ দেয়া হবে এবং একেবারে নতুন ধরনের গেম তৈরী করা হবে।

মাইক্রোসফটের মোবাইল ফোন কিন ওয়ান, কিন টু Microsoft Kin One and Kin Two

মাইক্রোসফটের দুটি ফোন বাজারে ছাড়া হবে এটুকুই জানা ছিল। এখন সেটা বাস্তব। কিন ওয়ান এবং কিন টু নামে তাদের ফোনদুটির আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়েছে। দুটি মাল্টিমিডিয়া ফোনেরই বিশেষ বৈশিষ্ট সোস্যাল নেটওয়াকিং। উইন্ডোজ ফোন ৭ এর কাষ্টমাইজ ইন্টারফেস ব্যবহার করে সোস্যাল নেটওয়ার্কিং এর কাজ সহজ করা হয়েছে। সেইসাথে উইন্ডোজ ফোন ৭ ব্যবহার করা প্রথম ফোনের দাবিদারও এদুটিই।
কিন ওয়ানের কোডনেম টার্টল (কচ্ছপ)। এটা আকারে তুলনামুলক ছোট। স্লাইডিই এই ফোনে ফুল কিবোর্ড রয়েছে, তারপরও একহাতে ধরে টাইপ করার মত ছোট। এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়া ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী, জিপিএস রিসিভার এবং জুম মিডিয়া প্লেয়ার রয়েছে। এতে মাল্টিটাচ জুমিং সুবিধেও রয়েছে।