প্রায় ১ মিনিটের ভিডিওতে দেখা গেছে পোগান নামে পুলিশ একজন সাইকেল আরোহীকে ফেলে দিয়েছেন, তারসাথে ধ্বস্তাধাস্ত করেছেন, হাতকড়া লাগিয়েছেন। ভিডিওতে এরবেশি দেখা যায়নি। ক্রিষ্টোফার নামের সেই ব্যক্তি বড় ধরনের আঘাত পাননি। পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল গ্রেফতারে বাধা দেয়ার। ম্যানহাটনের এসিট্যান্ট ডিষ্ট্রিক্ট এটর্নি জেনারেল বিষয়টি সম্পর্কে বলছেন, পোগান শুধু ক্রিষ্টোফারকেই ধাক্কা দেয়নি, নিউ ইয়র্কের বিচার ব্যবস্থাকেই ধাক্কা দিয়েছে।
উল্লেখ করা যেতে পারে ১৯৯১ সালে পুলিশ একজনকে পেটানোর ভিডিও প্রকাশ পেলে রীতিমত দাঙ্গা বাধে যার ফলে ৫০ এর বেশি মানুষ নিহত হন।
ভিডিওটি যিনি রেকর্ড করেছেন সেই ফ্লোরিডার পর্যটক আসাম ইসমাইলকে ১৩০ ডলার দিয়ে ইউটিউবে প্রকাশ করা হয়।
No comments:
Post a Comment