স্যামসাং এর এস-৩৩৭০ ফোনটির খবর প্রথম জানা যায় মাসখানেক আগে। নেদারল্যান্ডে দুদিনের এক টেলিভিশন অনুষ্ঠানে এটি দেখানো হয়েছে। আগামী মাসে বাজারে বিক্রি শুরু হবে। এতে রয়েছে ২.৬ ইঞ্চি রেজিসটিভ টাচস্ক্রিন, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, থ্রিজি কানেকটিভিটি, ব্লুটুথ, এফএম রেডিও, মাইক্রোএসডি কার্ড স্লট ইত্যাদি।
ফোনটির ডিসপ্লে রেজ্যুলুশন ২৪০-৩২০ পিক্সেল। থ্রিজি এর সাথে জিপিআরএস এবং এজ কানেকটিভিটি রয়েছে। আকারেও বেশ পাতলা, ১২.৯ মিমি। এর দাম ১০০ ডলারের কিছু বেশি।
No comments:
Post a Comment