আইপ্যাডে ফ্লাশ না থাকায় শুরু থেকেই অনেকে হতাসা প্রকাশ করেছিলেন, কারন বর্তমানে ওয়েব সাইটগুলি অতিমাত্রায় ফ্লাশ ব্যবহার করে। ঘটনার সুত্রপাত এখান থেকেই। এরপর এক পর্যায়ে এপল জানায় তারা ফ্লাশ ব্যবহার করবে না, এডবি জানায় তারা এপলের জন্য ফ্লাশ তৈরী করবে না। এপলকেই ফ্লাশের বিকল্প তৈরী করে নিতে বলে তারা। পরিবর্তে এন্ড্রয়েড এর জন্য ফ্লাশ তৈরীর কথা জানিয়েছে তারা।
ষ্টিভ জবস বলেছেন ফ্লাশ বাদ দেয়ার একটি বড় কারন এটা এপল এবং সফটঅয়্যার ডেভেলপারের মাঝখানে আরেক পক্ষ তৈরী করে।
অনেকের মতে এই বিরোধ এপলের জন্য রীতিমত বিপদজনক অবস্থা তৈরী করতে পারে। কেউ কেউ সরাসরি উল্লেখ করেই বলছেন এডবি যদি এপলের জন্য ফটোশপের মত সফটঅয়্যার তৈরী বন্ধ করে তাহলে তাদের ব্যবসা গুটানোর মত অবস্থা হবে।
তারা কিভাবে বিষয়টি সমাধান করে সেটাই দেখার।
No comments:
Post a Comment