এক্স-২ ফোনে রয়েছে ২.২ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, পুরুত্ব মাত্র ১৩ মিমি, ওজন ৮১ গ্রাম। এতে ডুয়াল স্পিকার, ডেডিকেটেড মিউজিক কি, ৩.৫ মিমি অডিও জ্যাক, এফএম ষ্টেরিও এবং ১৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট থাকছে। বিল্টইন এন্টেনা থাকায় হেডফোন ছাড়াই রেডিও শোনা যাবে।
এখানেই শেষ না। এটা থেকে সরাসরি ফেসবুক ব্যবহার করা যবে, নোকিয়া ইনষ্ট্যান্ড মেসেজিং ব্যবহার করা যাবে। আর যদি ক্যামেরার কথা জানতে চান, এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিডিও রেকর্ডার থাকবে।
অবশ্যই আপনি এতে থ্রিজি-জিপিএস আশা করতে পারেন না। তবে ক্যামেরা এবং মিউজিক এদুটি বিষয় যাদের লক্ষ্য তাদের জন্য অর্তন্ত আকর্ষনীয় তাতে সন্দেহ নেই।
জুনের শেষদিকে এটা বাজারে পাওয়া যাবে। ভারতে এর দাম ৫ হাজার ভারতীয় রুপী (ইউরোপে ৮৫ ইউরো) হবে বলে জানানো হয়েছে।
No comments:
Post a Comment