এডবি জানিয়েছে এন্ড্রয়েড ১.১ ব্যবহারকারীরা এখন মোবাইল ফোনেই ফটোশপ ব্যবহার করে ছবি এডিট করার সুযোগ পাবেন। এতে খুব সহজে যেমন ছবি ঠিক করা যাবে তেমনি নতুন কিছু এডিটিং ইফেক্ট যোগ করা হয়েছে। আইফোনের পর এবার এন্ড্রয়েডের জন্য ইমেজ এডিটিংএর সবচেয়ে জনপ্রিয় এই সফটঅয়্যারের কথা জানানো হল। সফটঅয়্যারটি বিনামুল্যে ব্যবহার করা যাবে।এই সফটঅয়্যারে ছবির রং, শার্পনেস, ব্লার ইত্যাদির সাথে ভিগনেট ব্লার, হোয়াইট গ্লো, রেইনবো ইত্যাদি ইফেক্ট যোগ করা যাবে। এগুলি আনডু করা যাবে খুব সহজে ফলে মুল ছবি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।
ডাউনলোডের জন্য এন্ড্রয়েড থেকে এন্ড্রয়েড মার্কেট এপ্লিকেশন চালু করুন এবং সেখানে photoshop.com সার্চ করুন।
মুলত এন্ড্রয়েড ডেভেলপারদের জন্য এটা তৈরী। তারা তাদের তৈরী সফটঅয়্যারের মধ্যে এটা ব্যবহার করার সুযোগ পাবেন। কাজেই সাধারন ব্যবহারকারী হলে আরো কিছুদিন অপেক্ষা করতে পারেন।
No comments:
Post a Comment