নোকিয়া অভি মিউজিক আনলিমিটেড (ওএমইউ) নামে নতুন একটি অনলাইন মিউজিক ব্যবস্থা চালুর ঘোষনা দিয়েছে ভারতে। এই ব্যবস্থায় নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট কিনলে ১ বছর পর্যন্ত যতখুশি গান ডাউনলোড করা যাবে। ডিআরএম (ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট) ব্যবস্থায় প্রোটেক্ট করা এই মিউজিক একবছর পার হওয়ার পরও রেখে দেয়া যাবে।
গান খোজার জন্য ছবির নায়কের নাম, নায়িকার নাম কিংবা ছবির নাম ব্যবহার করা যাবে। কারন ভারতে মুলত চলচ্চিত্রের গানই বেশি জনপ্রিয়। এতে ৪০ লক্ষ গান থাকবে বলে জানানো হয়েছে। এর আগে নোকিয়া ভারতে গানবিক্রির ব্যবসা করেনি। এই সেবা অন্যদেশে চালু করা হবে কিনা সেকথাও জানানো হয়নি।
No comments:
Post a Comment