কেবলমাত্র মার্চ মাসেই নতুন সফটঅয়্যার তৈরী হয়েছে ৯ হাজার। আগামী মাসগুলি আরো বৃদ্ধি পাবে বলেই অনুমান করা হচ্ছে। বর্তমানে মোট সফটঅয়্যারের সংখ্যা ৫০,৩৯৫। মাত্র দেড় বছর আগে রিলিজ দেয়া অপারেটিং সিষ্টেমের জন্য আশ্চর্যজনক সাফল্য।
তুলনার জন্য বলা যেতে পারে, এরপরও এপলের সাথে তুলনা চলে না। তাদের সফটঅয়্যার প্রায় ২ লক্ষ। অবশ্য বৃদ্ধির হার যদি ঠিক থাকে তাহলে দুজনের পার্থক্য দ্রুতই কমে আসবে।
এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভাল খবর হচ্ছে দ্রুতহারে বৃদ্ধি পেলেও এর বড় অংশ বিনামুল্যেরই থেকে যাচ্ছে। এন্ড্রয়েডভিত্তিক সফটঅয়্যারের ৬০ ভাগই বিনামুল্যের যেখানে এপলের ক্ষেত্রে এই সংখ্যা ২৫ ভাগ।
No comments:
Post a Comment