উচুমানের প্রসেসরের ক্ষেত্রে ইন্টেলের আধিপত্য থাকতে পারে, কিন্তু এএমডি কিছুমাত্র ছাড় দিতে রাজী নয়। ইন্টেলের আগের তারা ৬-কোর প্রসেসর বাজারে এনেছে তাদের দেয়া সময়সুচি অনুযায়ী। তাদের AMD Phenom II X6 1055T প্রসেসর এখন কিনতে পাওয়া যাচ্ছে। আমাজনে এর দাম ২২৩ ডলার। ফিচার অনুযায়ী এটা খুবই সুবিধেজনক দাম। বেঞ্চমার্ক টেষ্টে যা ফল পাওয়া গেছে তাতে যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছেন তারা আগ্রহ দেখাতেই পারেন।
এর ক্লক স্পিড ২.৮ গিগাহার্টজ। সাধারন ক্লকস্পিডের হিসেব পেতে ৬ দিয়ে গুন করতে পারেন। তারপরও যদি আপনার যদি মন না ভরে তাহলে রয়েছে Phenom II X6 1090T Black Edition। এর ক্লকস্পিড ৩,২ গিগাহার্টজ এবং টার্বো মোডে ৩.৬ গিগাহার্টজে কাজ করবে। এর দাম ৩২৫ ডলার।
No comments:
Post a Comment