প্যানাসনিকের লেন্স পরিবর্তনযোগ্য ক্যামেরা জি-২ টিআইপিএ সেরা এডভান্সড কম্প্যাক্ট ক্যামেরার পুরস্কার পেয়েছে। এই ক্যামেরার জন্য এটা দ্বিতীয় পুরস্কারের ঘটনা কারন বিশ্বের প্রথম এধরনের ক্যামেরা হিসেবে আত্মপ্রকাশ করেই জি-১ পুরস্কার জিতেছিল। এই মাইক্রো ফোর থার্ড ক্যামেরার পথ ধরেই বর্তমানে অলিম্পাস, স্যামসাং, সনি এরাও এধরনের ক্যামেরা তৈরী করছে।ফুজিফিল্মের থ্রিডি ক্যামেরা ফাইনপিক্স রিয়েল থ্রিডি পেয়েছে সেরা উদ্ভাবনী পুরস্কার। একেবারে ছোট আকারের এই ক্যামেরা সরাসরি থ্রিডি ছবি এবং ভিডিও করতে সক্ষম। আর তাদের ফাইনপিক্স এইচএস-১০ পেয়েছে সেরা সুপারজুম ক্যামেরার পুরস্কার। ৩০ এক্স জুমের (২৪-৭২০ মিমি) এই ক্যামেরায় এসএলআরের মত ফোস রিং এবং জুম রিং রয়েছে।
তিনটি ক্যামেরার রিভিউ আগে প্রকাশ করা হয়েছে।
টেকনিক্যাল ইমেজ প্রেস এসোসিয়েশন সংক্ষেপে টিআইপিএ একটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের ১৩টি দেশের ২৯টি খ্যাতনামা ফটোগ্রাফি পত্রিকার সংগঠন। বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ফটোগ্রাফি সংগঠনের একটি। প্রতিবছর তারা ফটোগ্রাফি ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দেয়।
No comments:
Post a Comment