এদের মধ্যে সবচেয়ে এগিয়ে থান্ডার। এর ডিসপ্লে ৪.১ ইঞ্চি। সাথে ৮ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা। ফ্লাশ ১০ সাপোর্ট, সোস্যাল নেটওয়াকিং সুবিধে, অপারেটিং সিষ্টেমে ডেলের নিজস্ব ইন্টারফেস ছাড়াও হুলু এপ্লিকেশন রয়েছে। এবছর শেষদিকে বাজারে পাওয়া যাবে। তার কিছুদিন পরই পাওয়া যাবে এলটিই (ফোরজি) ভার্শন।
ডেল স্মোক এ রয়েছে ফুল কিবোর্ড, ২.৮ ইঞ্চি ডিসপ্লে, এন্ড্রয়েড ২.২। এতে ব্যবহার করা হয়েছে ৮০০ মেগাহার্টজ ক্যালকম প্রসেসর। অন্যান্যদের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১৪.৪ এমবিপিএস থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ২.১, নয়েজ ক্যান্সেলেশনের জন্য দ্বিতীয় মাইক্রোফোন।
ডেল ফ্লাশ সেটে রয়েছে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, ৮০০ মেগাহার্টজ ক্যালকম প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট পর্যন্ত কার্ড সাপোর্ট। ব্রাউজারে ফ্লাশ ১০ সাপোর্ট এবং সাথে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, কোয়াড ব্যান্ড জিপিআরএস/এজ, ট্রাই ব্যান্ড থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ৩.০, টিভি আউট ইত্যাদি।
সেটটি ১১ মিমি পুরুত্বের। আগামী বছর প্রথমদিকে বাজারে পাওয়া যাবে।
চারটির মধ্যে সবচেয়ে পিছিয়ে এ্যরো। এতে থ্রিজি, ওয়াইফাই, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, এন্ড্রয়েড ২.১ ইত্যাদি থাকবে। এটা তাদের ৩-আই এর পরবর্তী সংস্করন মনে হতে পারে।
এবছরই শেষদিকে বাজারে পাওয়া যাবে এই সেট।
No comments:
Post a Comment