জনপ্রিয় ইমেজ ম্যানেজমেন্ট এবং ইমেজ এডিটিং সফটঅয়্যার এসিডিসি ফটো ম্যানেজার নতুন ভার্শন ১২ রিলিজ দেয়া হয়েছে। নতুন ভার্শনে সফটঅয়্যারের ভেতর থেকেই অনলাইনে ছবি শেয়ার করা যাবে। এজন্য তারা ২ গিগাবাইট যায়গা দেবে বিনামুল্যে।এসিডিসি-র ভেতর থেকেই এফটিপি ব্যবহার করে ফাইল আপলোড করা যাবে। ফাইলকে অন্য ফোল্ডারে কপি না করেই এক ক্লিকে ট্যাগ করে বাছাই, বাদদেয়া, দেখা বা এডিট করা যাবে।সহজ ব্যবহারের জন্য সফটঅয়্যারটি এক দশক ধরে জনপ্রিয়। একসময় ইমেজ ভিউয়ার হিসেবে পরিজিত হলেও বর্তমানে ফটোগ্রাফাররা ইমেজ এডিটিংএর জন্য ব্যবহার করেন। এখন অনলাইনে শেয়ার করার ব্যবস্থা চালু করায় জনপ্রিয়তা আরো বাড়বে ধরে নেয়া যায়।
নতুন ভার্শন উইন্ডোজ ৭ এর সাথে কাজ করবে। এর দাম ৬৯.৯৯ ডলার। আপগ্রেডের খরচ ৩৫ ডলার। তাদের ওয়েব সাইট থেকে ৩০ দিন ব্যবহার উপযোগি ট্রায়াল ভার্শন ডাউনলোড করা যাবে।
ওয়েব : http:// www.acdsee.com
No comments:
Post a Comment