কিন ওয়ানের কোডনেম টার্টল (কচ্ছপ)। এটা আকারে তুলনামুলক ছোট। স্লাইডিই এই ফোনে ফুল কিবোর্ড রয়েছে, তারপরও একহাতে ধরে টাইপ করার মত ছোট। এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়া ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী, জিপিএস রিসিভার এবং জুম মিডিয়া প্লেয়ার রয়েছে। এতে মাল্টিটাচ জুমিং সুবিধেও রয়েছে।
কিন টু এর কোডনেম পিংক, এর স্লাইডিং কিবোর্ড পাশের দিকে। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে। ছবির জন্য ফ্লাশও রয়েছে। এর ইন্টারনাল মেমোরী ৮ গিগাবাইট।
দুটি ফোনের কোনটিতেই মেমোরী কার্ড ব্যবহারের সুযোগ রাখা হয়নি। এর বদলে কিন ষ্টুডিও নামে অনলাইন সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে।
মে মাস থেকে সেটদুটি আমেরিকায় বিক্রি শুরু হবে। বছরের শেষদিকে বিক্রি হবে বৃটেন, জার্মানী, ইটালী এবং স্পেনে।
No comments:
Post a Comment