April 12, 2010

ওয়েব পেজ তৈরীর জন্য এডবির নতুন সফটঅয়্যার Flash Catalyst CS5, Flash Builder 4, Flash Professional CS5

ফ্লাশ ক্যাটালিষ্ট সিএস-৫ নামে নতুন একটি সফটঅয়্যারের কথা জানিয়েছে ফটোশপ নির্মাতা এডবি। এর সাহায্যে কোন কোড ব্যবহার না করেই প্রফেশনাল ওয়েব এপ্লিকেশন তৈরী করা যাবে। ডিজাইনার এবং ডেভেলপাররা ফ্লাশ প্রফেশনাল সিএস-৫ এবং ফ্লাশ বিল্ডার ৪ এর সাথে ব্যবহার করতে পারবেন এই সফটঅয়্যার।
ফ্লাশ ক্যাটালিষ্ট এর মুল লক্ষ্য হচ্ছে ওয়েব প্রোগ্রামের ইন্টারএকটিভ অংশগুলি তৈরী করা। বাটন, স্ক্রলবার, স্লাইডার, টেক্সট ফিল্ড, চেকবক্স ইত্যাদি সরাসরি ব্যবহার করে সেগুলি কাজে লাগানো যাবে এই সফটঅয়্যারে। যারা ফটোশপ, ইলাষ্ট্রেটর, ফ্লাশ, ফায়ারওয়ার্কস ব্যবহার করেন তাদের কাছে এর ইন্টারফেস পরিচিত মনে হবে। বিভিন্ন অংশগুলি যায়গামত সাজিয়ে সহজে ওয়েব পেজ তৈরী করা যাবে।
এছাড়া ফটোশপ বা ইলাষ্ট্রেটরে কাজ করে তাকে শকওয়েভ ফরম্যাটে এক্সপোর্ট করেও ব্যবহার করা যাবে। ফ্লাশ বিল্ডার সবগুলিকে একত্রিত করার কাজ করবে।
নতুন ক্রিয়েটি স্যুইট এর সাথে ফ্লাশ বিল্ডার ৪ নামে (আগে ফ্লেক্স বিল্ডার বলা হত) দেয়া হচ্ছে। ইন্টারনেট এপ্লিকেশন ডিজাইন টুল হিসেবে ভিজ্যুয়াল ডিজাইন, কোডিং, ডিবাগিং ইত্যাদি কাজ করা যাবে এর সাহায্যে।
এছাড়া মাল্টিমিডিয়া, এনিমেশন এবং অন্যান্য কাজের জন্য ফ্লাশের নতুন ভার্শন ফ্লাশ সিএস-৫ ও ছাড়া হচ্ছে। এতে আগে থেকে তৈরী কোড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এছাড়া এটা ব্যবহহার করে মোবাইল ফোন, নেটবুক, স্মার্টবুক ইত্যাদির জন্য ওয়েব পেজ তৈরী করা যাবে।

No comments:

Post a Comment