নতুন ভার্শনের ক্ষেত্রে প্রথম যে প্রশ্ন সামনে আসে তা হচ্ছে এতে নতুন কি আছে ?
সত্যিকারের বড় পরিবর্তন পাবেন ফটোগ্রাফাররা। সরাসরি এখান থেকেই হাই ডায়নামিক রেঞ্জ (এইডিআর) ব্যবহার করা যাবে। এছাড়া অটোমেটিক লেন্স কারেকশন, অটোমেটেড এডিটিং টুল যোগ করা হয়েছে। কন্টেন্ট এওয়ার ফিল ছবির যে কোন যায়গা থেকে নির্দিষ্ট কিছু বাদ দেবে। যেমন বাগানের নির্দিষ্ট একটি ঝোপকে বাদ দেয়া যাবে এই পদ্ধতিতে। ব্যাকগ্রাউন্ড বাদ দেয়ার জন্য ম্যাজিক সিলেকশন টুল ব্যবহার করা যাবে। প্যানোরমা তৈরীর জন্য একাধিক ছবি সহজে যুক্ত করা যাবে।
যারা পেইন্টিং এর কাজে ফটোশপ ব্যবহার করেন তারা পাবেন একই ব্রাশে সীমাহিন রঙের ব্যবহারের সুযোগ। বলা হচ্ছে বাস্তবের তুলির মত সহজে ব্যবহার করা যাবে এই টুল।
পাপেট ওয়ার্প ব্যবহার করে ফ্লুয়িড ডিসটর্শন ব্যবহার করে করতে পারেন অনেককিছুই। হাতির সোজা সুরকে বাকা করার ছবিটি দেখুন।
আর থ্রিডির যুগে থ্রিডির ব্যবস্থা থাকবে না তাতো হয়না। এখন ফটোশপেই থ্রিডি এবং মোশন ভিত্তিক বিষয় নিয়ে কাজ করা যাবে। থ্রিডি লোগো তৈরী করা যাবে এর ভেতর থেকেই। ভিডিওর একাধিক ফ্রেমের ওপর সরাসরি পেইন্ট, টেক্সট, ক্লোন ইত্যাদি ব্যবহার করা যাবে।
উইন্ডোজ এবং ম্যাক দুযায়গাতেই ৬৪বিট কাজ করবে নতুন ভার্শন। ফটোশপের দাম ৬৯৯ ডলার এবং এক্সটেন্ডেড ভার্শনের দাম ৯৯৯ ডলার।
No comments:
Post a Comment